পেট্রোল-ডিজেলের রেকর্ড মূল্যবৃদ্ধি

0
970

ডেটলাইন দিল্লি: ক্রমশই ঊর্ধ্বমুখী পেট্রোল ও ডিজেলের দাম। আজ বর্ধিত নতুন মূল্য অনুযায়ী দিল্লিতে পেট্রোল লিটার প্রতি ৭৬.২৪ পয়সা এবং ডিজেল লিটার প্রতি ৬৭.৫৭ টাকা। কলকাতায় পেট্রোল লিটার প্রতি ৭৮.৯১ টাকা এবং ডিজেল লিটার প্রতি ৭০.১২ টাকা। মুম্বইতে পেট্রোল লিটার প্রতি ৮৪.০৭ টাকা এবং ডিজেল লিটার প্রতি ৭১.৯৪ টাকা। চেন্নাই পেট্রোল লিটার প্রতি ৭৯.১৩ টাকা এবং ডিজেল লিটার প্রতি ৭১.৩২ টাকা। আজকের মূল্যবৃদ্ধি সর্বকালীন রেকর্ড গড়ল পেট্রল ও ডিজেলের। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞদের আশঙ্কা, যেভাবে জ্বালানির দাম বেড়েই চলেছে তাতে আগামী দিনে আরও বাড়তে পারে পেট্রোল-ডিজেলের দাম। আর এভাবে জ্বালানির দাম বাড়তে থাকলে নিত্যপ্রয়োজনীয় প্রায় সব জিনিসেরই দাম আরও বাড়বে যার কোপ পড়বে সাধারন মানুষের উপর। বাড়তে পারে পরিবহনের খরচও। ভবিষ্যতে সেই সমস্যার যাতে সৃষ্টি না হয় তার জন্য কেন্দ্র ও রাজ্যের কাছে কর কমানোর আর্জি জানিয়েছে পাম্প মালিকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষে এমনও বলা হয়েছে যদি তাদের আর্জি মানা না হয় তাহলে তারা ধর্মঘটেও নামতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here