দুর্গাপুর ডেটলাইন,২৩ জানুয়ারীঃ রাজ্যের বিভিন্ন জায়গার সঙ্গে দুর্গাপুরেও বিভিন্ন জায়গায় যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হল নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্ম দিবস। এদিন দুর্গাপুর মহকুমা প্রশাসনিক ভবনে দুর্গাপুর তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে নেতাজীর মূর্তিতে মাল্যদান করেন মহকুমা শাসক ড:সৌরভ চ্যাটার্জি। তথ্য সাংস্কৃতিক দফতরের আধিকারিক স্বায়নিতা মাইতি প্রমুখ সহ অন্য অতিথিরা। এই উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিল একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। অন্যদিকে দুর্গাপুরের ভিড়িঙ্গীর জাতীয় কংগ্রেসের দুর্গাপুর শাখা কার্যালয়েও যথাযোগ্য মর্যাদার সঙ্গে নেতাজীজয়ন্তী পালিত হয়। এখানে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী সুদেব রায়। নেতাজীর ছবিতে মাল্যদান করেন সুদেব রায়, নীহার মন্ডল অন্যান্য বিশিষ্ট জনেরা। নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৮ তম জন্মদিন উপলক্ষে ইস্পাতনগরীর নেতাজী ভবনে পশ্চিম বর্ধমান ডিসট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন ও নেতাজী ভবনের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছিল জেলা যোগাসন প্রতিযোগিতা। নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান করে যোগাসন প্রতিযোগিতার শুরু হয়। প্রতিযোগিতায় পাঁচ থেকে ৭০ বছর বয়সী পুরুষ ও মহিলারা অংশ নেয়। এখানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি ও দুর্গাপুরের প্রাক্তন বিধায়ক ও মেয়র অপূর্ব মুখোপাধ্যায়। নেতাজীর জন্মদিনে লায়ন্স ক্লাবের উদ্যোগে ও জাংশন মলের সহযোগিতায় রান ফর ডায়াবেটিস বার্তা দিয়ে ৫ কিমি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। নেতাজীর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে শুরু হয় এই প্রতিযোগিতা। উদ্বোধন করেন মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়,এসিপি ট্রাফিক থ্রি রাজকুমার মালাকারসহ প্রশাসনিক আধিকারিকরা ও লায়ন্স ক্লাবের কর্মকর্তারা।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...