প্রকৃতি রক্ষা ও পরিবেশ দূষণ রোধের লক্ষ্যে জনসচেতনতা সভা

0
235

নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুরঃ দুর্গাপুরে ক্রমশঃ দূষণের মাত্র বাড়ছে। সম্প্রতি,দিল্লির ভয়াবহ দূষণকেও টেক্কা দিয়েছে শিল্প শহর দুর্গাপুর। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতি সামাল দিতে সক্রিয় হয়ে উঠেছে প্রশাসন। সেই সঙ্গে বিভিন্ন সমাজসেবী সংস্থাও দূষণ প্রতিরোধের বার্তা নিয়ে প্রচারে নেমেছে। বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে তারা সাধারন মানুষকে সচেতন করার চেষ্টা চালাচ্ছে। এই কাজে এগিয়ে এসেছে দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এ্যান্ড কালাচারাল ক্লাবস কো অর্ডিনেশন সোসাইটি, পরিবেশ রক্ষার্থী আসার ও  ইন্ডিয়া ক্লিন এয়ার নেটওয়ার্ক। রবিবার তাদের উদ্যোগে  ‘আমরা চাই সকলের জন্য নির্মল বাতাস’ শীর্ষক এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় দুর্গাপুরের বিধাননগরের ডিডিএ মার্কেটের জীবনদান ভবনে। এখানে আলোচক ছিলেন চিকিৎসক ডা: সুজিত সরকার, রোটারিয়ান সুবীর রায়, সাংস্কৃতিক আন্দোলনের নেতা শিবাশীষ চ্যাটার্জি, রক্তদান আন্দোলনের নেতা রাজেশ পালিত,সুলতা দাস,অরবিন্দ মাজি,নাট্য ব্যক্তিত্ব সমীর ব্যানার্জি,সমাজসেবী মধুসূদন ঘটক, চিরশ্রী বসু, শিল্পী মুখার্জী  এবং পরিবেশ কর্মী কবি ঘোষ। বক্তারা আমাদের জীবন থেকে বায়ু দূষণ কমাতে এবং দূর করার জন্য সার্বিক উদ্যোগ জরুরী বলে আহ্বান জানান। মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে মোট ৩২ জন এই শিবিরে অংশগ্রহন করেন। সভাপতিত্ব করেন  বিশিষ্ট আইনজীবী আয়ূব আনসারী।  সভায় স্থির করা হয়েছে গার্হস্থ দূষণের মাত্রা কমাতে সার্বিক জনসচেতনতা বৃদ্ধি ঘটাতে বহুবিধ কর্মসূচী পালন করা হবে।  শিল্প কলকারখানায় যারা দূষণ বিধি মানছেন না তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি প্রদান করতে নগর প্রশাসন ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে প্রয়োজনীয় সকল সাহায্য করা হবে ও পাশাপাশি কঠোর  নজরদারীরও চালানো  হবে। ইতিমধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারপত্র বিলি এবং ‘আমরা চাই সকলের জন্য নির্মল বাতাস’ – এই মর্মে স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here