ডেটলাইন দুর্গাপুর,১২ আগস্টঃ বিশ্বের প্রতিটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে সে দেশের যুবসমাজের ওপর। তাই বলা হয় তরুণরাই দেশের মেরুদণ্ড। বিশ্বজুড়ে নতুন প্রজন্মকে উৎসাহিত করার জন্য প্রতি বছর ১২ আগস্ট পালন করা হয় আন্তর্জাতিক যুব দিবস। ১৯৯৮ সালে প্রথম আন্তর্জাতিক যুব দিবস পালন করার পরামর্শ দেয় বিশ্ব সম্মেলন। পরের বছর অর্থাৎ ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর আন্তর্জাতিক যুব দিবসের প্রস্তাবে সম্মতি দেয় সম্মেলনে যোগদানকারী মন্ত্রীরা। ২০০০ সালে ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এবং প্রথম আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। বিশ্বের যুব সমাজ সম্পর্কিত বিভিন্ন সমস্যার প্রতি বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে প্রতি বছর ১২ আগস্ট পালন করা হয় আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের গুরুত্ব ও কঠোর পরিশ্রম এবং কীভাবে তারা সমাজে পরিবর্তন এনেছে তা বুঝে এই দিনটি পালন করাই হল উদ্দেশ্য। অন্যান্য জায়গার সঙ্গে এদিন দুর্গাপুরেও এই বিশেষ দিনটি পালন করা হল। দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালচারাল ক্লাবস কো অর্ডিনেশন সোসাইটির উদ্যোগে এবং ভারত সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধীনস্ত নেহেরু যুব কেন্দ্র দুর্গাপুর ও স্বেচ্ছাসেবী সংস্থা সুইচ অন ফাউন্ডেশন ও হুলাডেক এর সহযোগিতায় বিধাননগর ডিডিএ মার্কেট সহ সন্নিহিত এলাকায় বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত পরিছন্নতার প্রচার সহ পড়ে থাকা প্লাস্টিক ও বর্জ্য সংগ্রহ অভিযান করা হয়। এই কর্মসূচীতে সামিল হয়েছিল দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালচারাল ক্লাবস কোঅর্ডিনেশন সোসাইটির কিশোররা। পরিবেশ আন্দোলনের কর্মী কবি ঘোষ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ও শংসাপত্র প্রদান করেছেন। তিনি আরও জানিয়েছেন এই কাজ ধারাবাহিকভাবে চলবে।
Latest article
কোক ওভেন থানায় সাড়ম্বরে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস
ডেটলাইন দুর্গাপুর,১৫ আগষ্ট: দেশ জুড়ে শুক্রবার নানা কর্মসূচির মাধ্যমে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস। পশ্চিমবঙ্গের সব জেলার সঙ্গে গোটা পশ্চিম বর্ধমান...
রাখী পরিয়ে পথ চলতি মানুষদের সম্প্রীতির বার্তা দিল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ প্রতি বছর বাংলা শ্রাবণ মাস মানেই একদিকে কবিগুরুর ২২ শ্রাবণ প্রয়াণ দিবস। আর সেই সঙ্গেই শ্রাবণ পূর্ণিমা মাসের পূর্ণিমায়...
দুর্গাপুরের রাস্তায় চলবে সরকারী এসি বাস
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ পুজোর আগেই দুর্গাপুরের জন্য খুশির খবর। এদিনই সিটি সেন্টারের এডিডিএ ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠান থেকে দুর্গাপুর টাউন সার্ভিসের...