আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে সচেতনতার বার্তা কোক ওভেন থানার

0
356

ডেটলাইন দুর্গাপুর,২৬ জুনঃ প্রতি বছরের মতো এবছরও ২৬ জুন দিনটি সারা বিশ্বে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস হিসেবে পালন করা হয়। সারা পৃথিবী জুড়ে মাদক পাচার একটি গভীর সঙ্কটের রূপ নিয়েছে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলিতে। যেসব দেশে অর্থের অভাবে ভুগছেন বহু সংখ্যক মানুষ এবং নিরাপত্তার অভাবে আটকানো যায় না বহু অপরাধ। এই পরিস্থিতিতে অপরাধের পথে মানুষকে চালিত করা সহজতর হয়ে পড়ে। সমীক্ষায় প্রকাশ,মাদক পাচারের ফলে ব্যাহত হয় শিক্ষা,বাড়ে অপরাধ। এমনকি সমাজেও তার মারাত্মক কুপ্রভাব পড়ে। তাই প্রতি বছর ২৬ জুন দিনটিকে আন্তর্জাতিক মাদক সেবন এবং পাচার বিরোধী দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রসংঘ। এই দিনটি পালন করার প্রধান উদ্দেশ্য হলো মাদক সেবন ও পাচারের মারাত্মক প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করা। সেই সঙ্গে প্রতিরোধেরও ব্যবস্থা করা। আন্তর্জাতিক স্তরে মাদক বিরোধী দিবস পালনের প্রধান লক্ষ্যই হল মারাত্মক এই সমস্যাটির প্রতি সারা বিশ্বের মানুষের দৃষ্টি আকর্ষণ করা। এই উপলক্ষ্যে সাধারন মানুষকে সচেতন করার লক্ষ্যে এদিন কোকওভেন থানার পক্ষ থেকেও মাদক বিরোধী এক পদযাত্রা বের করা হয়।পদযাত্রায় পা মেলান দুর্গাপুরের কোক ওভেন থানার অফিসার ইনচার্জ সুদীপ্ত পরামানিক, ওসি ট্রাফিক মুচিপাড়া সতীনাথ শীল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। ছিলেন সিভিক ভলান্টিয়াররাও। পদযাত্রাটি কোক ওভেন থানা থেকে বের হয়ে দুর্গাপুর বাস স্ট্যান্ড সহ কোক ওভেন থানার বিভিন্ন এলাকা ঘুরে কোক ওভেন থানায় এসে শেষ হয়। কোক ওভেন থানার অফিসার ইনচার্জ সুদীপ্ত পরামানিক এলাকার মানুষদের মাদক সহ সব ধরনের নেশা থেকে মুক্ত থাকার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here