ডেটলাইন দুর্গাপুর: মাত্র ৫৫ বছর বয়সেই চলে গেলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের নক্ষত্র রশিদ খান। মাস খানেক ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার সকালে শারীরিক অবস্থা খারাপ হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। গত নভেম্বর মাস থেকে কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আগেই তার প্রস্টেট ক্যানসার ধরা পড়েছিল। ডিসেম্বর মাসে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়। এরপর গত মঙ্গলবার সব শেষ। রশিদ খানের এই অকাল প্রয়াণের খবর প্রকাশ্যে আসতেই বাংলা তথা ভারতীয় সঙ্গীত জগতে নেমে এসেছে শোকের ছায়া। সংস্কৃতির শহর দুর্গাপুরেও রশিদ খানের অনুরাগীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। বুধবার ছিল দুর্গাপুরের জনপ্রিয় মেলা কল্পতরু উৎসবের শেষ দিন। এদিন মেলা কমিটির পক্ষ থেকে রশিদ খানের আত্মার শান্তি কামনায় হাতে হাতে মোমবাতি জ্বালিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করা হয়। মেলা মঞ্চে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শিল্পীকে শ্রদ্ধা জানান সাংবাদিক ও গায়ক সঞ্জীব সুই।














