ডেটলাইন দুর্গাপুরঃ ডায়াবেটিস,ক্যানসারের পাশাপাশি ভারতে রক্তাল্পতা অর্থাৎ অ্যানিমিয়া হল আরও একটি বড় সমস্যা। এই অ্যানিমিয়া রোগ কী,কাদের হয়, কেন হয়,কতটা বিপজ্জনক,সে ব্যাপারে দেশের অধিকাংশ মানুষই অজ্ঞ। অ্যানিমিয়া হল এমন একটি রোগ যেখানে একজনের রক্তে লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিনের সংখ্যা স্বাভাবিক সংখ্যার তুলনায় কম থাকে। তাদের রক্তের অক্সিজেন বহন করার ক্ষমতা হ্রাস পায় ও তার জেরে নানান স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হোন আক্রান্তরা। সমীক্ষা বলছে,ভারতের মোট জনসংখ্যার ৪০ শতাংশ মানুষ রক্তাল্পতায় ভুগছেন। এই ৪০ শতাংশের মধ্যে একটি বড় সংখ্যক মহিলা ও শিশু এই রোগে আক্রান্ত। ডায়াবেটিস,ক্যানসারের মতোই এই রোগ দেশের জন্য বেশ বিপদজনক। ২০৪৭ সালের মধ্যে ভারতকে রক্তাল্পতা- মুক্ত করার আহ্বান দেশের দরকার ঘোষণা করেছেন। তারই অঙ্গ হিসেবে দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এবং অনুপ্রেরণা রক্তদান ইন্ডিয়া ধারাবাহিক কর্মসূচি পালন করার উদ্যোগ নিয়েছে। শনিবার দুর্গাপুর রাইরানী দেবী গার্লস হাই স্কুলের উদ্যোগে এবং দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় স্কুল প্রাঙ্গণে ২ দিন ব্যাপী স্বাস্থ্য ও অ্যানিমিয়া পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। আয়োজিত শিবিরে ২০০ জনের বেশী সাধারণ স্বাস্থ্য ও অ্যানিমিয়া পরীক্ষা করিয়েছেন। মিশন হাসপাতালের মেডিকেল টিম এই পরিষেবা প্রদান করেছেন। শিবিরের উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষিকা বিপাশা নায়েক। উপস্থিত ছিলেন রক্তদান আন্দোলনের নেতা রাজেশ পালিত,মৃত্যুঞ্জয় সামন্ত প্রমূখ। উদ্যোক্তারা জানিয়েছেন এই রকম আরও একটি শিবির অনুষ্ঠিত হবে আগামী ১১ জানুয়ারী।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...