ডেটলাইন দূর্গাপুরঃ গ্রীষ্মকাল মানেই পানীয় জলের সমস্যা। একইভাবে এই সময়ে সরকারী ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের যোগানেও দেখা দেয় তীব্র সংকট। সেই সংকট নিরসনে এগিয়ে এলেন পুলিশকর্মীরা। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনস্থ নিউ টাউনশীপ থানার উদ্যোগে থানার নিজস্ব হলে বৃহস্পতিবার আয়োজন করা হয়েছিল এক স্বেচ্ছা রক্তদান শিবিরের। এদিনের শিবিরে ৫০ জন রক্তদান করেছেন।দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের স্বেচ্ছাসেবীরা শিবির পরিচালনায় সাহায্য করেছেন। রক্ত সংগ্রহ করেছে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার। বিধাননগর ফাঁড়ির ইনচার্জ মেঘনাদ মন্ডল সহ অন্যান্য পুলিশকর্মী,সিভিক ভলান্টিয়ার ও বিভিন্ন ক্লাব সংগঠনের প্রতিনিধিরা এখানে রক্তদান করেছেন। শিবিরের উদ্বোধন করেন এসিপি দুর্গাপুর তথাগত পান্ডে। শিবিরে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন দুর্গাপুর নগর নিগমের বোর্ড অফ এডমিনিস্ট্রেটর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়, মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জি, এনটিএস থানার ওসি রাজশেখর মুখার্জী, রক্তদান আন্দোলনের রাজ্য নেতা কবি ঘোষ,পূর্বতন কাউন্সিলর ডা: ছবি নন্দী,লাভলী রায়,দীপেন মাজি, দুর্গাপুর মহকুমা ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাব কো অর্ডিনেশন সোসাইটির সভাপতি আইনজীবী আয়ুব আনসারী প্রমূখ। শিবির শেষে আয়োজক সংগঠনের হাতে শংসাপত্র ও শুভেচ্ছা স্মারক তুলে দেন যথাক্রমে দুর্গাপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক ডাঃ আত্রেয়ী ব্যানার্জী এবং দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক রাজেশ পালিত।