চলতি বছরে ১১,৫০০ ইউনিট রক্ত সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে

0
619

ডেটলাইন দুর্গাপুরঃ পশ্চিম বর্ধমান জেলা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে এই বছরে ২০২৩ সালে পশ্চিম বর্ধমান জেলায় ৪৫০টি শিবির এবং ১১,৫০০ ইউনিট রক্ত সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই কাজে সাফল্য অর্জনের জন্য ইতিমধ্যেই বিধাননগর ডিডিএ মার্কেটে অবস্থিত জীবনদান ভবনে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে আলোচনায় ঠিক হয়েছে তরুন প্রজন্মের ১০০০ নতুন স্বেচ্ছাসেবী ও সমাজকর্মী সংগ্রহ শুরু করা হবে। গ্রীষ্মের সময়ে রক্ত সংকট মেটাতে বিশেষ কর্মসূচী নেওয়া হবে। ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস পর্যন্ত ধারাবাহিক ভাবে ডোনার্স মিট করা হবে। এছাড়াও পারিবারিক রক্তদান শিবির, ভ্রাম্যমাণ রক্তযানে পাড়ায় পাড়ায় ন্যানো (ছোট) রক্তদান শিবির, বিরল গ্রুপের রক্তদান, ব্যক্তিগত যোগাযোগে রক্তদান, শুধুমাত্র মহিলাদের নিয়ে রক্তদান, বিভিন্ন দিবস উদযাপনে রক্তদান করার মধ্য দিয়ে রক্তদানের হার বৃদ্ধি করা হবে। প্রতি মাসে আগামী ২ মাসের রক্তদান শিবির ও সংগ্রহ লক্ষ্যমাত্রার ক্যালেন্ডার প্রকাশ করা হবে। পরীক্ষামূলক ভাবে গত ১৯ ফেব্রুয়ারী দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে শুধুমাত্র দুর্গাপুর মহকুমা এলাকায়
‘বাড়াও হাত রক্তদানে ’ শীর্ষক আবেদনে আগামী মার্চ ও এপ্রিল মাস ব্যাপী ৩০টি শিবিরে ১০০০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেই সঙ্গে ক্যালেন্ডারও প্রকাশ করা হয়েছে। এই কাজ দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম ও সহযোগী ২৫টি সহযোগী সংগঠন সম্মিলিতভাবে করবে। সহযোগিতায় থাকবে দুর্গাপুর,আসানসোল, বড়জোড়া ও বর্ধমান ব্লাড সেন্টার।
উল্লেখ্য,এই ক্যলেন্ডারের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন রাজ্যের রক্তদান আন্দোলনের নেতা সমাজসেবী কবি ঘোষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here