ডেটলাইন দুর্গাপুরঃ দুর্গাপুর তথা পার্শ্ববর্তী এলাকায় যে কটি পুরোনো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলির মধ্যে অন্যতম হল জেমুয়া ভাদুবালা উচ্চ বিদ্যালয়। বিগত সময়ে এই বিদ্যালয়ের প্রভূত উন্নতি হয়েছে। প্রধান শিক্ষকের দায়িত্ব নেওয়ার পর জইনুল হক এখানকার পরিবেশের অনেকটাই সংস্কার করেছেন। এদিন ১২ ডিসেম্বর এই শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ বছর পূর্তি হল। এই উপলক্ষ্যে জেমুয়া ভাদুবালা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এবং দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় স্কুলে এই প্রথম স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। শিবিরে ৩ জন মহিলা সহ মোট ২৬ জন রক্তদান করেছেন। উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জইনুল হক সহ ৩ জন শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী,অভিভাবকরাও রক্তদান করেছেন। শিবিরে উপস্থিত ছিলেন পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়, ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের ডেপুটি জেনারেল সেক্রেটারি কবি ঘোষ, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সম্মান পাওয়া বিশিষ্ট শিক্ষক ড.কলিমূল হক ও নুরূল হক,ব্লাড সেন্টারের ইনচার্জ ডাঃ করবী কুন্ডু, পূর্ত কর্মাধ্যক্ষ সুজিত মুখার্জি, চুমকি মুখার্জি,পশ্চিম বর্ধমান জেলা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কর্মকর্তা রাজেশ পালিত, দুর্গাপুর মহকুমা ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাব কোর্ডিনেশন সোসাইটির সভাপতি আইনজীবী আয়ূব আনসারী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এখানে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করে।