স্বাধীনতা দিবসের প্রাক্কালে আর পি এফ,জি আর পি ও কোক ওভেন থানার যৌথ অভিযান

0
515

ডেটলাইন দুর্গাপুর: রাত পোহালেই দেশ জুড়ে পালিত হবে ৭৫ বর্ষ পূর্তি স্বাধীনতা দিবস। এই উপলক্ষ্যে দেশের সর্বত্র একদিকে যেমন নানা অনুষ্ঠানের আয়োজন নিয়ে চলছে প্রস্তুতি তেমনই অন্যদিকে স্বাধীনতা দিবসের প্রাক্কালে যেকোনো ধরণের নাশকতা রুখতে ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে অন্যান্য জায়গার সঙ্গে দুর্গাপুরে বিভিন্ন গুরত্বপূর্ণ ও জনবহুল এলাকায় তল্লাশি চালাল কোক ওভেন থানার পুলিশ । রবিবার এই অভিযানে সামিল হয় দুর্গাপুর জি আর পি এবং আর পি এফ। দুর্গাপুর বাসস্ট্যাণ্ড, রেল স্টেশন,বাজার এলাকা সহ জনবহুল সব এলাকায় এই তল্লাশি চলে। সঙ্গে স্নিফার ডগ নিয়েও তল্লাশি চালানো হয় বেশ কিছু এলাকায়। কোক ওভেন থানার ওসি সঞ্জীব দে জানান, স্বাধীনতা দিবস যাতে নির্বিঘ্নে পালিত হয় তার জন্য এই অভিযানের পাশাপাশি সর্বত্র কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here