ডেটলাইন দুর্গাপুর: মানবাধিকার ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে বেশ কয়েক বছর ধরে দুর্গাপুর ও পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন কর্মসূচী পালন করে চলেছে হিউম্যান রাইটস অ্যাসোসিয়েটস অফ ইন্ডিয়ার দুর্গাপুর শাখা। করোনা কালেও সংস্থার সদস্যরা উল্লেখ্যযোগ্য ভূমিকা নিয়েছিল। এছাড়াও রাজ্যে প্রাকৃতিক দুর্যোগের সময়ও তারা বিভিন্ন এলাকায় ত্রান পৌঁছে দিয়েছে। বর্তমানে প্রচন্ড শীতের সময় দুস্থদের অনেকেই কষ্ট পাচ্ছে। তাদের কথা ভেবে বুধবার দুর্গাপুরের রায়ডাঙা এলাকায় হিউম্যান রাইটসের সদস্যরা ছোট ছোট শিশুদের শীতের পোশাক বিতরণ করে। একই সঙ্গে বেশ কিছু মানুষের হাতে তুলে দেওয়া হয় কম্বল এবং অনেক মহিলার হাতে তুলে দেওয়া হয় শাড়িও। বস্ত্র প্রদানের এদিনের কর্মসূচিতে সহযোগিতা করেন সংগঠনের অন্যতম সদস্য অরূপ চ্যাটার্জী। এখানে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটসের যুগ্ম কনভেনর সোমা দাস, সৌরভ আইচ সহ স্বপন দাস,মানস মিত্র,চন্দ্রভান সিং, অতনু চক্রবর্তী এবং বিশিষ্ট ব্যক্তিরা।














