ডেটলাইন দুর্গাপুরঃ সারা দেশের বিভিন্ন জায়গার সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার একাধিক সংস্থা ও সংগঠনের পক্ষ থেকেও বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে স্বামী বিবেকানন্দের ১৫৯ তম জন্মদিবস এবং জাতীয় যুব দিবস উদযাপন করা হয়। এই উপলক্ষে দুর্গাপুরের বিহারপুর উন্নয়ন সমিতির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই রক্তদান শিবিরে ৫ জন মহিলা সহ মোট ৩৩ জন রক্তদান করেছেন বলে জানান উদ্যোক্তারা। এখানে রক্ত সংগ্রহ করেছে পুরুলিয়া জেলা হাসপাতাল ব্লাড সেন্টার। দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের স্বেচ্ছাসেবীরা শিবিরটি পরিচালনায় সাহায্য করেছেন। শিবিরের উদ্বোধন করেছেন ফেডারেশন অফ ব্লাড ডোনার্স অর্গানাইজেসন অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখার রাজ্য সম্পাদক কবি ঘোষ। উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সাধারণ সম্পাদক রাজেশ পালিত ও বিশিষ্ট চিকিৎসক এবং পুরুলিয়া ব্লাড সেন্টারের ইনচার্জ ডাঃ তাপস রায়। আয়োজক সংগঠনের পক্ষে নির্মল কেশ এবং দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের যুগ্ম সম্পাদক নির্মল নাথ ও স্বস্তিকা ব্যানার্জী সকল রক্তদাতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
