ডেটলাইন দুর্গাপুরঃ সারা রাজ্যজুড়েই নানা কর্মসূচীর মধ্যে পালিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের ২৪ তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষ্যে দুর্গাপুরেও বিভিন্ন দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং একাধিক সামাজিক কর্মসূচী পালিত হয়। এদিন দুর্গাপুর ৩ নং ব্লক কৃষাণ ক্ষেতমজুর সংগঠনের উদ্যোগে ৩১ নম্বর ওয়ার্ডের লেবারহাট দাসপাড়ায় দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর এলাকার দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরন করা হয়। এখানে উপস্থিত ছিলেন তৃমমূলের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল, দুর্গাপুর ৩ নং ব্লক কৃষাণ ক্ষেতমজুর সংগঠনের সভাপতি আসগর আলী এবং দলের কর্মী সমর্থকরা।