ডেটলাইন শিলিগুড়িঃ উত্তরবঙ্গ সফরকালীনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন ১৬ নভেম্বর থেকে রাজ্যে স্কুল কলেজ খুলবে। সোমবার উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে উত্তরকণ্যায় প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি প্রথমে ১৫ নভেম্বর থেকে রাজ্যের স্কুল, কলেজ খোলার বিষয়টি বলেন। মুখ্যসচিবকে এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্যও নির্দেশও দেন। কিন্তু ওই দিন বীরসা মুন্ডার জন্মদিন পড়েছে বলে একদিন পিছিয়ে ১৬ নভেম্বর স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ওই দিন থেকেই স্কুলের নবম থেকে দ্বাদশ ও কলেজ-বিশ্ববিদ্যালয়ে ক্লাস চালু করার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি অষ্টম শ্রেণি পর্যন্ত আপাতত চালু থাকছে অনলাইন ক্লাসই। এই শ্রেণিগুলির অফলাইন ক্লাস কবে শুরু হবে তা পরে জানিয়ে দেওয়া হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য,এ রাজ্যে করোনা থাবা বসানোর পরই ২০২০ সালের ১৫ মার্চ থেকে স্কুল-কলেজ বন্ধ হয়ে যায়।তারপর কেটে গিয়েছে প্রায় ২০ মাস। কিন্তু সংক্রমণের অবসান না ঘটায় ফের স্কুল,কলেজ খোলা সম্ভব হয়নি। অনলাইনে ক্লাস চলছিল। এতে বেশ কিছু বাস্তবিক সমস্যা দেখা দিচ্ছিল। ফলে রাজ্যের কাছে ক্রমেই শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার দাবি উঠতে থাকে। পুজোর আগে মুখ্যমন্ত্রী নবান্নে জানিয়েছিলেন, রাজ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলে পুজোর পরই স্কুল, কলেজ খোলা হবে। শেষ পর্যন্ত পুজোর ছুটি শেষের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় স্কুল, কলেজ খোলার দিন ঘোষণা করলেন। আবারও ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যাতায়াত শুরু করতে পারবে।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...