দেবীপক্ষের পূণ্যলগ্নে রক্তদান শিবির

0
548

ডেটলাইন দুর্গাপুরঃ মানুষের শরীরের এক অমূল্য সম্পদ হল রক্ত। বিশ্বজুড়ে প্রতিদিন এক ব্যাপক পরিমান রক্তের প্রয়োজন হয়। আজ মহালয়া। কল্যাণময়ী জগতজননী দুর্গা দেবীকে মর্ত্যে আসার আমন্ত্রণ জানানোর দিন। দুর্গোৎসবের পূণ্যলগ্ন হল আজ,তাই এই শুভ দিনে প্রয়াত বিশিষ্ট সমাজসেবী তাপস চ্যাটার্জির স্মরণে দুর্গাপুরের জে. পি.এভিনিউ অন্তর্গত তাতিন ব্যাঙ্কোয়েট হলে আয়োজন করা হয় এক স্বেচ্ছা রক্তদান শিবিরের। শিবিরে মোট ৩১জন স্বেচ্ছায় রক্তদান করেন। তাতিন ব্যাঙ্কোয়েট হলে আয়োজিত এই শিবির ঘিরে যথেষ্ঠ উদ্দীপনা লক্ষ্য করা গেল। দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামএর সহযোগিতায় এদিনের স্বেচ্ছা রক্তদান শিবির সফল হয়েছে বলে জানান উদয় চ্যাটার্জি। দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের পক্ষে কবি ঘোষ জানান,স্বেচ্ছায় রক্তদানের প্রতি মানুষের আগ্রহ আগের থেকে বাড়ছে। তিনি এই উদ্যোগের প্রশংসা করেন এবং শিবিরের উপস্থিত সকল রক্তদাতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এই দিনে রক্তদানের পাশাপাশি গরীব দুস্থদের বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোক ওভেন থানার আধিকারিক সৌমেন সিংহ ঠাকুর। কোকওভেন থানার অ্যাসিস্ট্যান্ট সাবইন্সপেক্টর অসীম চক্রবর্ত্তী। হিউম্যান রাইটস এসোসিয়েটস অফ ইন্ডিয়ার সভাপতি শুভজিৎ নিয়োগী, সম্পাদক সৌরভ আইচ সহ প্রমূখ বিশিষ্ট ব্যক্তিত্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here