ডেট লাইন দুর্গাপুর: সমাজসেবার এক গুরুত্বপূর্ণ অঙ্গই হল স্বেচ্ছায় রক্তদান। যুব সমাজের কাছে সেই বার্তা পৌঁছে দিতে আজ শুভায়ু পালিত এর ১৮ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে শুভায়ু সহ মোট ২১ জন রক্তদান করেছেন। শুভায়ু পালিত রাজ্য রক্তদান আন্দোলনের নেতা রাজেশ পালিত ও সমাজসেবী পুর্নিমা পালিত এর একমাত্র সন্তান। কাজেই ছোটো থেকেই রক্তদানের বিষয়ে সামাজিক সচেতনতা তার মধ্যে গড়ে উঠেছে। এবার ১৮ বছরে পড়তেই বাবার সঙ্গেই চলে এসেছেন রক্তদান শিবিরে। এদিন আবাসন পল্লী উন্নয়ন সমিতি পূজা ময়দানে আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগম এর ডেপুটি মেয়র অনিন্দিতা মুখার্জি, কাউন্সিলর প্রিয়াঙ্কা পাজা, প্রাক্তন বিধায়ক সন্তোষ দেব রায়, রোটারিয়ান সুবীর রায়, আসানসোল ও দুর্গাপুর হাসপাতাল ব্লাড সেন্টারের ইনচার্জ ডাঃ সঞ্জিত চ্যাটার্জি ও ডাঃ করবী কুন্ডু,FBDOI-WB এর সম্পাদক কবি ঘোষ সহ অন্যান্য অতিথিরা। সকলেই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এবং আরও বেশি বেশি করে পারিবারিক রক্তদান শিবির করার প্রতি জোর দিয়েছেন। শিবির শেষে রাজেশ – পূর্ণিমা ও শুভায়ু পালিতের হাতে শংসাপত্র ও শুভেচ্ছা স্মারক তুলে দেন দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর পক্ষে নির্মল নাথ ও সুলতা দাস। অনুষ্ঠান পরিচালনা করেন দুর্গাপুর মহকুমা ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাব সমন্বয় সমিতির সভাপতি আইনজীবী আয়ূব আনসারী। এদিনই কমিউনিস্ট আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব মুজাফফর আহমদ এর জন্মদিবসে বিজোন রেড ভলান্টিয়ারস দের উদ্যোগে চন্ডিদাস সেক্টর অফিস ময়দানে মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। এখানে ৪জন মহিলা সহ মোট ২০ জন রক্তদান করেছেন। শিবিরের উদ্বোধন করেছেন ছাত্র -যুব আন্দোলনের সংগঠক পৃথা তা।উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক সন্তোষ দেব রায় ও বিপ্রেন্দু চক্রবর্তী সহ বহু বিশিষ্ট ব্যক্তি বর্গ। শিবির শেষে আয়োজক সংগঠনের হাতে শংসাপত্র ও শুভেচ্ছা স্মারক তুলে দেন যথাক্রমে ব্লাড সেন্টারের ইনচার্জ ডাঃ করবী কুন্ডু এবং দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর সহঃ সাধারণ সম্পাদিকা সুলতা দাস। ২টি শিবির পরিচালনায় সাহায্য করেছেন দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম। রক্ত সংগ্রহ করেছে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার। FBDOI-WB এর সম্পাদক কবি ঘোষ সকল রক্তদাতা বন্ধুদের,শিবির আয়োজকদের এবং মেডিকেল টীম সদস্য বন্ধুদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
