ডেটলাইন দুর্গাপুরঃ নতুন গাড়ি কিনে তাতে করে বিপুল পরিমান গাঁজা পাচার করতে গিয়ে দুর্গাপুরের কোক ওভেন থানার পুলিশের হাতে ধরা পড়ে গেল বহিরাগত দুই যুবক। তাদের নাম প্রশান্ত রক্ষিত ও বীরেন কর। দুজনেরই বাড়ি বাঁকুড়া রাজগ্রামে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এদিন আগে থেকে গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন বীরভানপুর বিসর্জন ঘাটের কাছে নজর রেখে ছিল পুলিশ। কিছুক্ষনের মধ্যেই সেখানে একটি সাদা রঙের নতুন বোলেরো গাড়ি হাজির হতেই সেটি আটক করে পুলিশ। তল্লাশি চালাতে গিয়ে দেখা যায় ঐ গাড়িতে ১৬ কেজি গাঁজার প্যাকেট রয়েছে। এছাড়া ধৃতদের থেকে নগদ ৮০ হাজার টাকাও উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, উড়িষ্যাসহ ভিন রাজ্য থেকে গাঁজা নিয়ে এসে এরা দুর্গাপুর ও আসানসোল সহ বেশ কিছু এলাকায় পাচার করে বলে পুলিশের কাছে স্বীকার করেছে ধৃত দুই যুবক। পুলিশ দুই যুবককে নিজেদের হেপাজতে নিয়ে এই চক্রের বিষয়ে বিশদভাবে তদন্ত করতে চাইছে। এই বিপুল পরিমান গাঁজা পাচারের ঘটনা পুলিশের নজরে আসতেই আরও সক্রিয় হয়ে উঠেছে পুলিশ। এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত আছে এবং এই চক্র কোথায় কোথায় গাঁজা পাচার করে সেই সব বিষয়ে খোঁজ শুরু করেছে পুলিশ। ধৃতদের এদিন আসানসোল আদালতে পেশ করা হয়।
