ডেটলাইন দুর্গাপুরঃ দেড় শতাধিক বছর আগে ভগনাডিহির মাঠে সিধু কানু চাঁদ ভৈরোর নেতৃত্বে হুল বিদ্রোহের শপথ কাঁপিয়ে দিয়েছিল ব্রিটিশ শাসকের ভীত। ১৬৭ বছর পেরিয়েও গেলেও সেই বিদ্রোহ আজও অনুপ্রাণিত করে ভারতবাসীকে। তাই প্রতি বছর ৩০ জুন দিনটি প্রবল উৎসাহ ও উদ্দীপনার সহ্গেই পালিত হয়। করোনার দ্বিতীয় ঢেউয়ের কারনে এখনও সারা রাজ্যে শর্ত সাপেক্ষে লক ডাউন চলছে। তাই সর্বত্রই এই উৎসব সরকারী স্বাস্থ্যবিধি মেনে পালন করা হয়েছে। দেশ ও রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে দুর্গাপুরেও পালিত হল ঐতিহাসিক হুল দিবস। দুর্গাপুরের পলাশডিহায় প্রতি বছর এই দিনটি বেশ বড় আকারে পালন করা হলেও এবার করোনার জন্য সেই উৎসব ছোট করেই পালন করা হয়। বুধবার হুল দিবস উপলক্ষ্যে পলাশডিহা আদিবাসী সুশের গাঁওতা এর উদ্যোগে এবং পলাশডিহা যুব গোষ্ঠীর হলে আয়োজন করা হয়েছিল একটি স্বেচ্ছা রক্তদান শিবিরের। এখানে ৩ জন মহিলা সহ মোট ২০ জন আদিবাসী মানুষ রক্তদান করেছেন। শিবিরের সূচনায় সিধু-কানহু’র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার সবগুলি শিবিরের রক্ত সংগ্রহ করেছে। আমাদের পরিবহন সংস্থার স্বেচ্ছাসেবী সদস্যরা শিবির পরিচালনায় সাহায্য করেছেন। দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক কবি ঘোষ আয়োজক সংগঠনের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন। তিনি জানিয়েছেন এই ঐতিহাসিক দিনে দুর্গাপুরের আরও কয়েকটি জায়গাতেও রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল। ইস্পাত নগরীর বিজোন মেঘনাথ সাহা ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত শিবিরে ৪ জন মহিলা সহ মোট ১৭ জন রক্তদান করেছেন। বেনাচিতির প্রান্তিকায় প্রফুল্লময়ী কালীমাতা আশ্রমে আয়োজিত শিবিরে ২ জন মহিলা সহ ১১জন রক্তদান করেছেন। এছাড়াও এদিন সমাজসেবী ও রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত বিপদ তারন মুখার্জি’র জন্মদিন উপলক্ষে উখরা কেবি হাই স্কুলে আয়োজিত রক্তদান শিবিরে ৮ জন মহিলা সহ মোট ২৫ জন রক্তদান করেছেন।
Latest article
কোক ওভেন থানায় সাড়ম্বরে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস
ডেটলাইন দুর্গাপুর,১৫ আগষ্ট: দেশ জুড়ে শুক্রবার নানা কর্মসূচির মাধ্যমে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস। পশ্চিমবঙ্গের সব জেলার সঙ্গে গোটা পশ্চিম বর্ধমান...
রাখী পরিয়ে পথ চলতি মানুষদের সম্প্রীতির বার্তা দিল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ প্রতি বছর বাংলা শ্রাবণ মাস মানেই একদিকে কবিগুরুর ২২ শ্রাবণ প্রয়াণ দিবস। আর সেই সঙ্গেই শ্রাবণ পূর্ণিমা মাসের পূর্ণিমায়...
দুর্গাপুরের রাস্তায় চলবে সরকারী এসি বাস
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ পুজোর আগেই দুর্গাপুরের জন্য খুশির খবর। এদিনই সিটি সেন্টারের এডিডিএ ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠান থেকে দুর্গাপুর টাউন সার্ভিসের...