৩১ জুলাইয়ের মধ্যে দেশব্যাপী ‘এক দেশ এক রেশন কার্ড’ প্রকল্প চালুর নির্দেশ সুপ্রিম কোর্টের

0
556

ডেটলাইন ওয়েব ডেস্কঃ ৩১ জুলাইয়ের মধ্যে দেশব্যাপী ‘এক দেশ এক রেশন কার্ড’ প্রকল্প চালু করতে রাজ্য সরকার এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে সময় বেধে দিল দেশের সর্বোচ্চ আদালত। পরিযায়ী শ্রমিকদের জন্য পোর্টাল তৈরির জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিতে গিয়ে এই নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। পরিযায়ী শ্রমিকদের স্বার্থেই রাজ্যগুলিকে এই কড়া নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে অবিলম্বে চালু করতে হবে ‘ওয়ান নেশন ওয়ান রেশন’ ব্যবস্থা। একইসঙ্গে সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে একটি পোর্টাল তৈরির কথা বলা হয়েছে। যার মাধ্যমে সমস্ত অসংগঠিত ক্ষেত্রের পরিযায়ী শ্রমিকদের তালিকাভুক্ত করে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা সম্ভব হবে। বিচারপতি অশোক ভূষণ এবং এমআর শাহের ডিভিশন বেঞ্চের তরফে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলির কাছে নির্দেশ দেওয়া হয়েছে, করোনায় প্রভাবিত শ্রমিকদের সঙ্গে সম্পর্কিত কল্যাণমূলক প্রকল্পের জন্য। একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে,প্রতিটি রাজ্যে করোনা পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের জন্য কমিউনিটি কিচেন চালাতে হবে। যতদিন না পর্যন্ত মহামারী শেষ হচ্ছে, ততদিন এই কিচেনগুলিতেই খাবার খেতে পারবেন শ্রমিকরা। এছাড়াও পরিযায়ী শ্রমিকদের জন্য অতিরিক্ত রেশনের ব্যবস্থা করারও নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here