ডেটলাইন কলকাতাঃ প্রতিক্ষার অবসান। সোম,মঙ্গল,বুধ,বৃহস্পতিবার ছেড়ে অবশেষে গত ২০১৬ এর মতো পয়া শুক্রবারেই আসন্ন বিধানসভার পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।কালীঘাটে সাংবাদিক সম্মেলনে মমতা জানান, ২৯১টি আসনে প্রার্থী দিচ্ছে তাঁর দল।কার্শিয়াং, কালিম্পং ও দার্জিলিং পাহাড়ের এই তিনটি আসন দলের বন্ধু সংগঠন গোর্খা জনমুক্তি মোর্চাকে ছেড়ে দেওয়া হয়েছে। এদিন মমতা জানালেন, এবারের ভোটে তাঁর দলের হয়ে লড়বেন ৫০ জন মহিলা প্রার্থী। সংখ্যালঘু প্রার্থী ৪২ জন। এছাড়া এসটি ও এসসি প্রার্থী যথাক্রমে ১৭ ও ৭৯। দুই মন্ত্রী পূর্ণেন্দু বসু ও অমিত মিত্রকে বয়সজনিত কারণে এবার প্রার্থী করা হয়নি। দাঁড়াচ্ছেন না মণীশ গুপ্তও। অসুস্থতার জন্য প্রার্থী হচ্ছেন না সোনালী গুহ। স্মিতা বক্সীও এবারের ভোটে লড়ছেন না। আগেই জানা ছিল যে এবার একাধিক সিনেমা ও টেলিভিসন তারকা,খেলোয়াড়দের প্রার্থী করা হবে। সেই মতো প্রার্থী তালিকায় রয়েছেন সোহম, চন্ডীপুর থেকে। সায়নী ঘোষ আসানসোল দক্ষিণ। সোনারপুর দক্ষিণে প্রার্থী লাভলী মৈত্র। উত্তরপাড়ায় দাঁড়াবেন কাঞ্চন মল্লিক। সদ্য তৃণমূলে যোগ দেওয়া গায়িকা অদিতি মুন্সি দাঁড়াবেন রাজারহাট–গোপালপুর কেন্দ্রে।পরিচালক রাজ চক্রবর্তী দাঁড়াবেন ব্যারাকপুরে। জুন মালিয়া দাঁড়াবেন মেদিনীপুর সদর থেকে।বাঁকুড়ায় দাঁড়াচ্ছেন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। কৃষ্ণনগর উত্তরে দাঁড়াচ্ছেন কৌশানি মুখার্জি। ইন্দ্রনীল সেন লড়বেন চন্দননগর থেকে।ক্রিকেটার মনোজ তিওয়ারি হাওড়া শিবপুর কেন্দ্র থেকে এবং প্রাক্তন ফুটবল তারকা বিদেশ বসু দাঁড়াবেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে। এবারের নির্বাচনে সবচেয়ে বড় চমক মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রাম আসনে প্রার্থী হওয়া।তিনি বলেছেন,আমি কথা দিলে কথা রাখি।তাই নন্দীগ্রাম থেকেই লড়ব।