ভোটের বাংলায় ব্রিগেডের প্রথম বিশাল সমাবেশের মধ্যমনি আব্বাস সিদ্দিকী

0
659

ডেট লাইন কলকাতা: ভোটের দিন ঘোষণার দুদিনের মাথায় ব্রিগেডে সভা করে আসন্ন ২০২১ এর বিধানসভা নির্বাচনকে বিশেষ মাত্রা দিল বাম কংগ্রেসের জোট। এই জোটে নতুন সংযোজন হল আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট। ব্রিগেডে এদিনের বিশাল সমাবেশে বাম ও কংগ্রেসের শীর্ষ নেতারা থাকলেও মধ্যমনি হয়ে উঠে ছিলেন ভাইজান অর্থাৎ আব্বাস সিদ্দিকী। তিনি তার ঝাঁঝালো ভাষণে তৃণমূল ও বিজেপিকে উৎখাতের ডাক দেন। তৃণমূলকে বিজেপির বি টিম বলেও তিনি তীব্র কটাক্ষ করেন। কংগ্রেসের অধীর চৌধুরী,বাম ফ্রন্টের সূর্যকান্ত মিশ্র,মহম্মদ সেলিম, সীতারাম ইয়েচুরি সহ অন্য নেতারা আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি ও তৃণমূলকে উৎখাত করে তৃতীয় বিকল্প হিসেবে বাম কংগ্রেস জোটকে সরকারে আনার আহ্বান জানান। এদিন ব্রিগেডের বিশাল সমাবেশ দেখে অভিভূত প্রবীণ সিপিএম নেতা বিমান বসু বলেছেন এটা ঐতিহাসিক সমাবেশ। তবে জোটের এই বিশাল সমাবেশ কিছুটা হলেও একবার তাল কাটল যখন অধীর চৌধুরী ভাষণ দিচ্ছিলেন আর আব্বাস সিদ্দিকী মঞ্চে উঠতেই বাম নেতৃত্ব তাকে মঞ্চে আহ্বান জানাতে ব্যস্ত হয়ে উঠলেন। একই সঙ্গে আব্বাসের মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে সমাবেশে উপস্থিত কর্মীদের একটা বিরাট অংশ চিৎকার করে আব্বাসকে সমর্থন জানাতে থাকে। এসব দেখে ভাষণ বন্ধ করে বসে যেতে চান। শেষ পর্যন্ত বিমান বসুর অনুরোধে অধীর আবার তার বক্তব্য দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here