অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়

0
757

ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় টিম ইন্ডিয়ার। ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে  বর্ডার-গাভাসকর ট্রফি নিজেদের দখলেই রেখে দিল অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন ভারত। এই জয় এলো এমন এক ভেনুতে যেখানে গত ৩২ বছরে ৩১টি টেস্টেই হারেনি অস্ট্রেলিয়া। তাদের সেই দুর্ভেদ্য দূর্গ গাব্বায় আগে কখনো জেতেনি ভারত। তাই বাস্তবিকই ভারতের এই জয় ঐতিহাসিক। উল্লেখ্য,২০১৮-১৯ মরসুমে স্মিথ-ওয়ার্নারহীন অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথম টেস্ট সিরিজ জিতেছিল কোহলির ভারত। এবার স্মিথ-ওয়ার্নার দলে থাকতেও অস্ট্রেলিয়াকে তাদের দেশেই হারাল কোহলিহীন ভারতের প্রায় বি টিম। কারন, অস্ট্রেলিয়া স্মিথ-ওয়ার্নারসহ পুরো শক্তির দল নিয়েই খেললেও ভারতীয় দলের প্রথম একাদশের একাধিক খেলোয়াড় চোট আঘাতের জন্য খেলতে পারেনি। প্রথম টেস্টের পর অধিনায়ক বিরাট কোহলি দেশে ফিরে আসেন। তারপর মহম্মদ শামি,রবিন্দ্র জাদেজা,উমেশ যাদব,অশ্বিন সহ বেশ কয়েকজন ক্রিকেটার চোট পেয়ে দলের বাইরে থাকায় তরুন খেলোয়াড়দের নিয়েই ভারতকে লড়াইয়ে নামতে হয়েছিল। তাই এই জয় এক বিশেষ মাত্রা পাচ্ছে ক্রিকেট বিশ্বে। গাব্বায় আজ বাস্তবিকই ইতিহাসের দিন। প্রথমবার এই মাঠে জিতল ভারত। ৭ টেস্ট খেলে প্রথম জয়। একটি ড্র। হারতে হয়েছে পাঁচটি ম্যাচে। অস্ট্রেলিয়ার ৩২৮ রানের লক্ষ্য পার করে ৩ উইকেটে এই জয়ের ফলে বর্ডার–গাভাসকার ট্রফি রইল ভারতেরই দখলে। বিরাট কোহলির নেতৃত্বে গতবার সিরিজ জেতা যদি ইতিহাস হয়ে থাকে, তবে তাঁকে ছাড়া রাহানেদের এই জয় আরও বড় কীর্তি হয়ে থাকবে। শেষ দিনে ৩২৮ রান তাড়া করে জয় ছিল স্বপ্ন। সেই স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন তরুণ ওপেনার শুভমান গিল। চেতেশ্বর পুজারা যখন সব চেয়ে বেশি বল খেলে ৫০ করছেন, শুভমান তখন টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরির পথে। সেই সেঞ্চুরি না এলেও জয়ের আলোর রেখা তখন দেখতে পেয়ে গিয়েছে ভারত। রাহানের ২৪ বলে ২২ রানের ইনিংস যেন বুঝিয়ে দিয়েছিল ড্র নয়, জিতেই ফিরতে চান তিনি। পুজারা কিংবা রাহানেরা শুরু করলেও শেষ করতে পারেননি।ঋষভ পন্থ ৮৯ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতের জয় নিশ্চিত করেন। এই সফরে ভারতের অন্যতম আবিষ্কার পেস বোলার মহম্মদ সিরাজ। বাবা প্রয়াত হলেও তিনি দেশে না ফিরে বাবার স্বপ্ন সত্যি করার লক্ষ্যে অস্ট্রেলিয়ায় মাটি কামড়ে পড়েছিলেন।অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে নজির গড়লেন মহম্মদ সিরাজ। চতুর্থ দিনে ৭৩ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন তরুণ এই পেসার। পঞ্চম ভারতীয় হিসেবে গাব্বায় এক ইনিংসে পাঁচ উইকেট পেলেন তিনি। এর আগে এরাপল্লি প্রসন্ন, বিষেণ সিং বেদী, মদন লাল, জাহির খান এই কীর্তি গড়েছিলেন। এবার মহম্মদ সিরাজও সেই ইতিহাসে ঢুকে পরলেন। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ে উচ্ছ্বসিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় তরুনদের লড়াইকে কুর্ণিশ করেছেন। একই সঙ্গে এই ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য টিম ইন্ডিয়াকে ৫ কোটি টাকা বোনাস ঘোষণা করেছে বিসিসিআই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here