‘দুয়ারে সরকার’-এর পর এবার ‘পাড়ায় পাড়ায় সমাধান’ প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর

0
574

ডেটলাইন বোলপুরঃ ‘দুয়ারে সরকার’-এর সাফল্যর পর এবার ‘পাড়ায় পাড়ায় সমাধান’। সোমবার বোলপুরের প্রশাসনিক বৈঠক থেকে এই প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী হবে এই প্রকল্পে? মুখ্যমন্ত্রী জানান, স্থানীয় স্তরে কালভার্ট, ঐচ্ছিক ক্লাসঘর, অঙ্গনওয়ারী কেন্দ্র, ছোটখাটো রাস্তা, পাড়ায় পাড়ায় শৌচালয়, জলের পাইপলাইনের মতো ছোট ছোট কাজ দ্রুত সম্পন্ন করা হবে এই প্রকল্পে। নতুন বছরের ২ জানুয়ারি থেকে ওই প্রকল্প চালু হবে। শেষ হবে ১৫ ফেব্রুয়ারি। মুখ্যমন্ত্রী বলেন,সামনে বিধানসভা নির্বাচন। তার আগে যদি কাজ শেষ করা না যায় তাহলে আবেদনকারীকে ফোনে জানিয়ে দেওয়া হবে কতটা কাজ হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন বোলপুরে প্রশাসনিক বৈঠকে উপস্থিত মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, ছোট ছোট কাজের জন্য মুখ্যমন্ত্রীর দফতরে দশ হাজার আবেদন জমা পড়েছে। এই প্রকল্পের জন্য আলাদা টাক্স ফোর্স গঠন করা হয়েছে। তারাই সমস্ত কাজ পর্যালোচনা করবে। ভারত-চিন সীমান্তে শহীদ বীরভূমের মহম্মদ বাজারের জওয়ান রাজেশ ওরাংয়ের বোন শুকুন্তলার হাতে এদিন নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী। এই প্রশাসনিক সভায় তিনি এলাকার মানুষের সমস্যা না করে প্রস্তাবিত পাঁচামি পাথর এলাকায় ৪৪ একরের মধ্যে ফাঁকা থাকা ২৬ একরে কাজ শুরুর নির্দেশ দেন এবং জানান,“কয়লা উত্তোলন শুরু হলে এলাকার প্রায় এক লক্ষ বেকার চাকরি পাবে। যাদের জমি রয়েছে তাদের অগ্রাধিকার ভিত্তিতে চাকরি দেওয়া হবে। ওখানে দুই মিলিয়ন কয়লা রয়েছে। সেই কয়লা তুলতে পারলে দেশে ১০০ বছর বিদ্যুতের কোন সমস্যা হবে না”। এদিন বিশ্বভারতীকে দেওয়া পূর্ত দফতরের রাস্তা ফেরত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে এদিন বোলপুরে নবনির্মিত বিশ্বভারতীর আদলে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের সূচনা করে তিনি উপাচার্য হিসেবে স্বপন দত্ত’র নাম ঘোষনা করে তাঁকে বলেন, “বিশ্বভারতীর আদলে বিশ্ববিদ্যালয় গড়ে তুলুন। কলা, সংস্কৃতি যেন বিশ্বভারতী ঘরানার মতো হয়। এখন বিশ্বভারতীতে পৌষ মেলা, বিভিন্ন অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হচ্ছে। সেগুলো করার উপর জোর দিন”। বেশ কয়েক দিন ধরে শান্তিনিকেতনে নোবেলজয়ী অমর্ত্য সেনের বাড়ির জায়গা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিশ্বভারতীর দাবি ওই জায়গা দখল করে হয়েছে। এনিয়ে প্রথম থেকেই অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুর যেমন আমাদের গর্ব। তেমনি অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়রাও আমাদের কাছে গর্ব। তাঁরা বিশ্ব বরেণ্য। তাদের সমাজে একটা ঐতিহ্য আছে। সারা বিশ্বের মানুষ চেনেন। আর কে কি আদর্শ নিয়ে কথা বলবে, বা কিভাবে বলবে সেটা তাঁর নিজস্ব ব্যাপার। বিজেপি সকলকে টার্গেট করছে। আমাকে রাজনৈতিক ভাবে টার্গেট করা হচ্ছে। আর অমর্ত্য সেনকে শিক্ষার দিক থেকে টার্গেট করা হচ্ছে। এদিন প্রশাসনিক সভায় পুলিশের বদলি প্রসঙ্গে জেলা পুলিশ সুপারকে মুখ্যমন্ত্রী বলেন, “যারা যারা থানায় দুই বা তার বেশি বছর ধরে পোস্টিং রয়েছে। তাদের তালিকা দিন। আপাতত তাদের অন্য জায়গায় সরিয়ে দিন। ভালো কাজ করলে আবার ফিরিয়ে আনব। যারা ভালো কাজ করবেন তাড়া জিন্দেগীভর একই থানায় কাজ করবেন”।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here