বাংলার রাজনীতিতে মেগা দলবদলের ঘটনা

0
585

ডেটলাইন নিউজ ডেস্কঃ পশ্চিমবঙ্গের রাজনীতিতে দলবদল কোন নতুন ঘটনা নয়। ঘনঘন এই ঘটনা আমাদের গা সওয়া হয়ে গেছে। তবে একসঙ্গে একমঞ্চে একাধিক বিধায়ক,সাংসদ,প্রাক্তন সাংসদ,মন্ত্রীসহ একগুচ্ছ নেতার একসাথে কোনও দলে যোগ দেওয়া আগে দেখা যায়নি।  যা আজ দেখা গেল মেদিনীপুর কলেজ ময়দানে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহের সভায়। শুধু শুভেন্দু অধিকারী একা নন। পশ্চিম মেদিনীপুরের কলেজ মাঠের সভায় শুভেন্দু অধিকারী ছাড়াও বিজেপিতে যোগ দিলেন ৯ বর্তমান বিধায়ক , এক সাংসদ, এক প্রাক্তন সাংসদ ও রাজ্যের এক প্রাক্তন মন্ত্রী। এদিন দলবদল করা ৯ জন বর্তমান বিধায়কের মধ্যে ৬ জনই তৃণমূলের। এরা হলেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত। গাজোলের তৃণমূল বিধায়ক দীপালি বিশ্বাস। মন্তেশ্বরের তৃণমূল বিধায়ক সৈকত পাঁজা। কালনার তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু। জলপাইগুড়ির নাগরাকাটার তৃণমূল বিধায়ক সুকরা মুন্ডা। উত্তর কাঁথির তৃণমূল বিধায়ক বনশ্রী মাইতি। এছাডা় পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক সুদীপ মুখার্জী। হলদিয়ার বাম বিধায়ক তাপসী মণ্ডল। তমলুকের সিপিআই বিধায়ক অশোক দিন্দা। এছাড়াও পূর্ব বর্ধমানের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল, প্রাক্তন সাংসদ দশরথ তিরকে ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এদের সঙ্গেই বিজেপিতে এলেন তৃণমূলের রাজ্যস্তরের নেতা কর্নেল দীপ্তাংশু চৌধুরি, আশিস দত্ত ও বাপ্পা মজুমদার, কার্তিক বিশ্বাস, অসিত দত্ত-সহ একঝাঁক নেতা। কংগ্রেসের উত্তর ২৪ পরগণার নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়ও এদিন বিজেপিতে যোগ দেন। এই দলবদলের মঞ্চে এক বিশেষ মাত্রা পেয়েছে ৬ জন বিশিষ্ট সংখ্যালঘু নেতার দলবদলের ঘটনা। এদের মধ্যে রয়েছেন তৃণমূলের রাজ্য সংখ্যালঘু সেলের সম্পাদক কবিরুল ইসলাম। এছাড়া রয়েছেন রাজ্যস্তরের তৃণমূল নেতা অধ্যাপক ওইদুল হক, হুগলির প্রাক্তন বিধায়ক পারভেজ রহমান, বীরভূমের দাপুটে নেতা করম হুসেন খান, হুগলির নেতা আলমগীর মোল্লা। সব মিলিয়ে বিভিন্ন দল থেকে ৪৩ জনের একটি দল বিজেপিতে যোগ দিলেন। আসন্ন বিধানসভা নির্বাচনকে এই দলবদল কতটা প্রভাবিত করবে বা আদৌ করবে কিনা তা চর্চা শুরু হয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here