মমতার ডাক উপেক্ষা,শুভেন্দুর সঙ্গেই তৃণমূল ছাড়লেন জীতেন্দ্র

0
532

ডেট লাইন দুর্গাপুর: একই দিনে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে চিঠির মাধ্যমে তৃণমূল ছাড়ার কথা জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। আর একই সঙ্গে মমতার ডাক উপেক্ষা করে দল ছাড়লেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি জীতেন্দ্র তেওয়ারি। কিন্তু কেন যাচ্ছেন না মমতার সঙ্গে আলোচনায়? এর উত্তরে তিনি জানান, পান্ডবেশ্বরে তার অফিস ভাঙচুর করে সেটি দখল করে নেওয়া হয়েছে। এর নেপথ্যে কলকাতার এক নেতার প্রতি ইঙ্গিত করে বলেছেন,একদিকে এভাবে তার অফিস দখল আর অন্যদিকে আলোচনা এক সঙ্গে হতে পরে না। এদিনই আসানসোলের পুর প্রশাসকের পদ এবং দলের জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দেন তিনি। তবে বিধায়ক পদ এখনও তিনি ছাড়েন নি। বলেছেন তাঁর এলাকার সাধারণ মানুষের বিভিন্ন বিষয়ে সই সাবুদের প্রয়োজন থাকে। তাই এখনই তিনি এই পদ ছাড়ছেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here