ঝাড়খণ্ডে মানবাধিকার কাউন্সিলের শাখা উদ্বোধন

0
670

ডেট লাইন ওয়েব ডেস্ক: পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্যে অনেকদিন ধরেই মানবিক ও সামাজিক নানা কাজ করে চলেছে মানবাধিকার কাউন্সিল। এবার ঝাড়খণ্ডে ও শাখা খুলল এই সংস্থা। কাউন্সিলের ন্যাশনাল চেয়ারম্যান সর্দার জগজিৎ সিং এর উপস্থিতি তে ধানবাদ জেলায় লেন ৬, জয় প্রকাশ নগরে রাজ্য কাউন্সিলের প্রধান কার্যালয়ের উদ্বোধন হয়। এখানে ঝাড়খণ্ড রাজ্য ও ধানবাদ জেলার জন্য কাউন্সিলের কার্যকরী কমিটির পদাধিকারী দের নাম ঘোষণা করা হয়। রাজ্য কো অর্ডিনেটর গোপাল প্রসাদ,রাজ্য সভাপতি অ্যাডভোকেট কুমার বিমলেন্দু,ধানবাদ জেলা সাধারণ সম্পাদক অজিৎপাল সিং। কাউন্সিলের ন্যাশনাল চেয়ারম্যান সর্দার জগজিৎ সিং জানান,মহিলা, শিশু,সিনিওর সিটিজেন দের অধিকার সুরক্ষার জন্য তাদের কাউন্সিল লড়াই করে চলেছে। এবার ঝাড়খণ্ড রাজ্যেও সেই কাজ তাদের শুরু হল। এছাড়াও সারা বছর তারা নানা সামাজিক কর্মসূচি পালন করে থাকেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here