ডেটলাইন রানিগঞ্জঃ মঙ্গলবার পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে প্রশাসনিক বৈঠকে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভায় বক্তব্য দিতে উঠে তিনি আগাগোড়া বিজেপির তীব্র সমালোচনা করেন। বলেন, ‘‘আমাদের সরকারই রাজ্যে থাকবে। ক্ষমতায় ফিরে ফের আমরাই বিনামূল্যে রেশন দেব।’’ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘নির্বাচন এলেই মিথ্যা প্রতিশ্রুতি দেয় বিজেপি’’। বিহারে ভোটের লক্ষ্যেই কেন্দ্রীয় সরকার বিনা পয়সায় রেশন দেওয়ার ঘোষণা করেছিল। ভোট মিটতেই বিনা মূল্যের রেশন বন্ধ। একইসঙ্গে তিনি বলেন, ‘‘ভোট এলেই বাইরে থেকে গুন্ডা আনে বিজেপি।’’ গতকাল উত্তরকন্যা অভিযানে মৃত বিজেপি কর্মী উলেন রায়রে মৃত্যু প্রসঙ্গেও তিনি বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে বলেন,বিজেপি কুৎসা করে ঝড়ের বেগে। মিথ্যা বলে। নিজে মিছিল করে, নিজে লোক মারে।’ বিজেপি-কে আক্রমণ করে তিনি এদিন আরও বলেন, মানুষকে না খাইয়ে মারার চক্রান্ত করে৷ আর নির্বাচন এলেই বাইরে থেকে লোক নিয়ে এসে গুন্ডামি করে৷ তিনি প্রশ্ন তুলেছেন,আসানসোলে জিতে কী করেছে? রাণিগঞ্জ, কুলটি, বর্ধমানের জন্যই বা কী করেছে? রেল সহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বিক্রি করার চক্রান্ত করছে কেন্দ্র। ইসিএল-কেও বিক্রি করার চেষ্টা চলছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, প্রাণ থাকতে রেলের বেসরকারিকরণ করতে দেবেন না। এই প্রসঙ্গেই সরকারের তরফে বলা হয়েছে অন্ডাল বিমাননগরীর ৪৮ শতাংশ শেয়ার রাজ্যের হাতে এসেছে। আগে ছিল ২৬ শতাংশ। এদিনের সভা থেকেই অন্ডাল বিমাননগরীর জন্য জমিদাতাদের ক্ষতিপূরণ দেওয়ার কাজও শুরু হল। মুখ্যমন্ত্রী এদিনের সভা থেকে জানান, চুক্তি অনুযায়ী, যাঁরা ৩৩ ডেসিমেলের বেশি জমি দিয়েছিলেন, তাঁরা বদলে জমিই পাবেন নতুন জায়গায়। আর বাকিরা আর্থিক ক্ষতিপূরণ পাবেন। সেইমতো আজ ১৫২৯টি কৃষক পরিবারকে জমি দেওয়া হল। বাকিরা আর্থিক সাহায্য পেলেন। আরও কয়েকটি পরিবারের টাকা পাওয়া বাকি রয়েছে, তাঁরাও পেয়ে যাবেন। এদিনের সভা থেকে রানিগঞ্জ, জামুরিয়ার ধ্বসপ্রবণ এলাকার ক্ষতিগ্রস্তদের গৃহ প্রদানের কাজও শুরু হয়। মুখ্যমন্ত্রী বলেন, রানিগঞ্জ দুর্ঘটনাপ্রবণ এলাকা। যেকোনও মুহূর্তে ধস নামতে পারে। আমাদের সরকার আসার পর বাসিন্দাদের পুনর্বাসনের কথা ভাবি। ২৯ হাজার পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করেছি। অন্ডাল, জামুড়িয়া, বারাবনি ব্লকে প্রথম দফায় ৯ হাজার পরিবার পাবে ফ্ল্যাট। ৫,৮৩৬ পরিবার এয়ারপোর্টের জন্য জমি দিয়েছিলেন। তাঁদের জন্য জমির ব্যবস্থা করা হয়েছে। ৩,৭০০ পরিবারের পাশে আমরা দাঁড়াতে পেরেছি। কৃষকবন্ধু,কন্যাশ্রী যারা পায়নি তাদের জন্য মুখ্যমন্ত্রী বলেন, দুয়ারে সরকার ক্যাম্পে এসে সেই সুযোগ নিন। এ দিনও মুখ্যমন্ত্রী বার বার দাবি করেন, তিনি কৃষক আন্দোলনের পাশেই রয়েছেন৷ বিজেপি কৃষকদের খাবার কেড়ে নিচ্ছে বলেও অভিযোগ করে তিনি জানান, বেলা তিনটে পর্যন্ত চাক্কা জ্যাম থাকায় তার পরেই তিনি এ দিনের সভায় এসেছেন। নাগরিগত্ব বিল নিয়ে তিনি বলেন,বিজেপি সবাইকে বাংলা থেকে তাড়াতে চায়। সিএএ চালু করে সবাইকে তাড়াতে চায় বিজেপি। দাদু–ঠাকুমাদের জন্মদিন কবে জানতে চাইছে ওরা। আমি নিজেই আমার মায়ের জন্মদিন কবে জানি না। এদিন সাংবাদিকদের মুখ্যমন্ত্রী সম্মান জানিয়ে দলের সাংসদ মহুয়া মৈত্রের আচরণের নিন্দাও করেন।
Latest article
কোক ওভেন থানায় সাড়ম্বরে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস
ডেটলাইন দুর্গাপুর,১৫ আগষ্ট: দেশ জুড়ে শুক্রবার নানা কর্মসূচির মাধ্যমে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস। পশ্চিমবঙ্গের সব জেলার সঙ্গে গোটা পশ্চিম বর্ধমান...
রাখী পরিয়ে পথ চলতি মানুষদের সম্প্রীতির বার্তা দিল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ প্রতি বছর বাংলা শ্রাবণ মাস মানেই একদিকে কবিগুরুর ২২ শ্রাবণ প্রয়াণ দিবস। আর সেই সঙ্গেই শ্রাবণ পূর্ণিমা মাসের পূর্ণিমায়...
দুর্গাপুরের রাস্তায় চলবে সরকারী এসি বাস
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ পুজোর আগেই দুর্গাপুরের জন্য খুশির খবর। এদিনই সিটি সেন্টারের এডিডিএ ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠান থেকে দুর্গাপুর টাউন সার্ভিসের...