ডেটলাইন বাঁকুড়াঃ অমিত শাহের বাঁকুড়া সফরের পর এবার জেলা সফরে এখন বাঁকুড়ায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা। রবিবারই তিনি প্রশাসনিক বৈঠক,সরকারী ও দলীয় একাধিক অনুষ্ঠানে যোগ দিতে বাঁকুড়ায় আসেন। সোমবার বেলা একটা নাগাদ তিনি পৌঁছান খাতড়ার সিধু কানু স্টেডিয়ামে। এখানে থেকে তিনি জেলায় মোট ১৬ টি প্রকল্পের উদ্বোধন ও ১৬টি প্রকল্পের শিলান্যাস করেন। এছাড়াও এই সভা থেকে মোট ১২০০ উপভোক্তার হাতে সরকারি রুপশ্রী, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, সবুজসাথী সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হয়। অমিত শাহর বাঁকুড়া সফর সম্পর্কে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেছেন, আমি কেন্দ্রের মন্ত্রীর মতো নাটক করিনা। তিনি আদিবাসী বাড়িতে বসে বাইরে থেকে আনা বাসমতি চালের ভাত আর পোস্তর বড়া খান। প্রসঙ্গত, এদিন মুখ্যমন্ত্রী স্টে়ডিয়ামের সভায় আসার আগে একটি গ্রামে যান। সেখানে দড়ির খাটিয়ায় বসে গ্রামের মানুষ সরকারি পরিষেবা ঠিকমত পাচ্ছে কিনা সে সম্পর্কে খোঁজখবর নেন। এদিন মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে জানান, কেন্দ্রীয় মন্ত্রী এসে একটা শিকারী মুর্তিকে বিরসা মুন্ডার মুর্তি বলে মালা দিয়ে গেলেন। আমি শিকারীদের সম্মান করি। কিন্তু তাই বলে শিকারী মুর্তিকে বিরসা মুর্তি বলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই প্রসঙ্গেই তিনি ঘোষণা করেন,রবীন্দ্রনাথ ঠাকুর ও অন্যান্য মনিষীর জন্মদিনে যেমন ছুটি থাকে তেমনই এবার থেকে বিরসা মুন্ডার জন্মদিনেও রাজ্য সরকার ছুটি পালন করবে।