ডেটলাইন দুর্গাপুরঃ দুর্গাপুর ব্যারেজের ৩১ নম্বর লক গেট ভাঙার পর দুদিন কেটে গেলেও সংস্কারের কাজ সেভাবে এগোয়নি। পুরসভার তরফে পানীয় জলের ট্যাঙ্ক পাঠানো হলেও দুর্গাপুরের বিভিন্ন এলাকায় জল না পাওয়ার অভিযোগ রয়েছে। এই অবস্থায় এদিন দুর্গাপুর ব্যারেজের অবস্থা পরিদর্শনে এসে ঘটনার যাবতীয় দায় রাজ্য সরকারের উপরই চাপালেন রাজ্য বিজেপির সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করে বলেছেন, আগেও একবার লকগেট ভেঙেছে। কিন্তু সেখান থেকেও কোন শিক্ষা নেয়নি এখানকার প্রশাসনিক কর্তারা। তাঁর আরও অভিযোগ যে,এখানে বেআইনি কাজকর্ম হয় বলেই ব্যারেজের গেট ভাঙছে। একই সঙ্গে তিনি লকগেট মেরামতিতে সেনা তলবের দাবিও তোলেন। রাজ্য ও সেচ দপ্তরের কোনও পরিকল্পনা নেই বলেও তিনি অভিযোগ করেছেন। তাঁর দাবি, কাছেই পানাগড় সেনাছাউনি আছে। সেখান থেকে বিপর্যয় মোকাবিলা দল ডাকা যেতেই পারত। কিন্তু সেবিষয়ে এখানকার প্রশাসন কোন নজরই দেয়নি। এদিকে ক্ষতিগ্রস্ত লক গেট মেরামতির ক্ষেত্রে প্রশাসনিক তৎপরতা চলছে।














