পুজো মন্ডপে দর্শকদের ‘‌নো এন্ট্রি’, নির্দেশ আদালতের

0
1009

ডেটলাইন কলকাতাঃ কয়েকদিন আগেই পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া নিয়ে মামলায় একাধিক প্রশ্ন উঠে আসায় বিতর্ক দেখা দিয়েছে। এবার করোনা আবহে বাংলার সব থেকে বড় উৎসব দুর্গাপুজোর ঠিক তিন দিন আগে এদিন এক জনস্বার্থ মামলায় কলকাতা হাইকোর্ট এক নির্দেশে জানিয়ে দিল দুর্গাপূজার প্যান্ডেলগুলিতে  দর্শদকদের প্রবেশ নিষেধ। প্যান্ডেলে ঢোকার  অনুমতি দেওয়া হবে না দর্শনার্থীদের। তাঁদের  জন্য প্যান্ডেলগুলি ‘‌নো এন্ট্রি জোন’‌ হিসেবে চিহ্নিত হবে। ইতিমধ্যেই পুজো উদ্বোধনের পর কলকাতাসহ বেশ কিছু জায়গায়  মন্ডপগুলিতে  যে পরিমাণ ভিড় হয়েছে তা  সত্যিই ভয়াবহ। তার ওপরে গত সাত দিন  ধরে রেকর্ড সংক্রমণ বেড়েছে রাজ্যে। তাই বাধ্য হয়ে কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দিল। নির্দেশে বলে হয়েছে কেবল  আয়োজকরাই প্যান্ডেলে প্রবেশ করতে  পারবেন। তাতেও জনসংখ্যা বেঁধে দিয়েছে  আদালত। বড় প্যান্ডেলগুলিতে সর্বোচ্চ ২৫  জন আয়োজক একসঙ্গে প্রবেশ করতে পারবেন আর ছোট প্যান্ডেলে একসঙ্গে ১৫ জন থাকতে পারবেন। এদিকে এদিনই রাজ্যে করোনা পরিস্থিতির ভয়াবহতা দেখে আগে থেকেই অ্যাম্বুল্যান্স এবং হাসপাতালগুলিতে বেডের পর্যাপ্ত বন্দোবস্ত রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠকে নিজে উপস্থিত না থাকলেও মুখ্যমন্ত্রী টেলিফোনে আরও একবার পুজোয় মাস্ক পড়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিয়েছেন। সকলে মাস্ক পরছে কিনা সেদিকে  পুলিশ  এবং জেলা প্রশাসনিক  আধিকারিকদের নজর রাখার নির্দেশও দিয়েছেন তিনি। প্রসঙ্গত,প্রতিদিন রেকর্ড ভাঙছে  দৈনিক সংক্রমণ। দৈনিক মৃত্যুতে দেশের মধ্যে  দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ। পুজোর সময়ে  অসতর্ক হলেই সংক্রমণের গ্রাফ আরও  ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা। এই পরিস্থিতির কথা ভেবেই এদিন নবান্নে একটি জরুরি ভার্চুয়াল  বৈঠক ডাকা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন  মুখ্যসচিব,  স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিব, রাজ্য  নিরাপত্তা উপদেষ্টা, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার, কলকাতা ও হাওড়া কর্পোরেশনের কমিশনার, বিপর্যয় মোকাবিলা এবং অন্যান্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। এছাড়াও ছিলেন বিভিন্ন জেলার জেলা  শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার  ও জেলার স্বাস্থ্য আধিকারিকরা। পুজোর সময় করোনা সংক্রমণ রোখার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে বৈঠকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here