ছেলের মৃত্যু বার্ষিকীতে বাবার রক্তদান

0
870

ডেট লাইন দুর্গাপুর: ৬২ বছর বয়সে স্বেচ্ছায় রক্তদান করলেন দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ বয়েজ হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সোমনাথ রায়। রামকৃষ্ণ ও বিবেকানন্দের অনুরাগী এই শিক্ষাবিদের বড় ছেলে কয়েক বছর আগে এই দিনেই এক ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারায়। সেই সন্তানের মৃত্যু বার্ষিকী স্মরণেই এদিন তিনি রক্তদান করেন। দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনারস ফোরামের উদ্যোগে মিশন হাসপাতালে আয়োজিত এই ন্যানো শিবিরে সোমনাথ রায় সহ মোট ৫ জন রক্ত দান করেন। ফোরামের সম্পাদক কবি ঘোষ জানান, উনি তাদের সংগঠনের উপদেষ্টা হিসেবে আছেন। উনি সব সময়ই সংগঠনের কাজে সুপরামর্শ ও উৎসাহ দিয়ে থাকেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here