জ্যোতি বসুর জন্মদিনে রক্তদান শিবির দুর্গাপুরে

0
795

ডেটলাইন দুর্গাপুরঃ সারা রাজ্যের বিভিন্ন জায়গার সঙ্গে দুর্গাপুরেও পালিত হল পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুর ১০৭ তম জন্মবিদ।এই উপলক্ষে ৮ জুলাই দুর্গাপুর মহকুমা তথ্যকেন্দ্রে এক রক্তদান শিবিরের আয়োজন করে দুর্গাপুর নগর নিগমের বামপন্থি শ্রমিক সংগঠন সিটু। শিবিরে ৪ জন মহিলা সহ মোট ৪৫জন রক্তদান করেছেন। শিবির পরিচালনায় সহায্য করে দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম এবং রক্ত সংগ্রহ করে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাঙ্ক । এই শিবিরের উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও সাংসদ এবং বর্তমানে সিটুর পশ্চিম বর্ধমান জেলা সাধারণ সম্পাদক বংশগোপাল চৌধুরী রক্তদান শিবির উদ্বোধন করেছেন। উপস্থিত ছিলেন দুর্গাপুরের প্রাক্তন মেয়র রথীন রায়,বিশিষ্ট শ্রমিক নেতা বিনয় চক্রবর্তী,বিশ্বরূপ ব্যানার্জি,শ্যামা ঘোষ,মহাদেব পাল,বিশিষ্ট আইনজীবী আয়ূব আনসারী, রক্তদান আন্দোলনের অন্যতম সংগঠক রাজেশ পালিত, ব্লাইন্ড রিলিফ সোসাইটির দিলীপ শীল,লেখক শিল্পী সংঘের পার্থ প্রতিম কুন্ডু, পরিবহন সংস্থার সুব্রত সিংহ প্রমূখ।। সভাপতিত্ব করেন প্রাক্তন বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংক ইনচার্য ডাঃ করবী কুন্ডু রক্তদাতাদের উৎসাহিত করেছেন। শিবির শেষে আয়োজক সংগঠনের হাতে শংসাপত্র ও শুভেচ্ছা স্মারক তুলে দেন দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের পক্ষে ঊমা ভট্টাচার্য, সুলতা দাস,নন্দিতা ঘোষ,ইন্দ্রজিৎ ব্যানার্জি। ফেডারেশন অফ ব্লাড ডোনার্স অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখার সম্পাদক কবি ঘোষ সকল রক্তদাতা ও আয়োজক সংগঠনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here