জ্যোতি বসুর স্মরণে ও শহীদদের শ্রদ্ধা জানিয়ে রক্তদান শিবির

0
828

ডেটলাইন দুর্গাপুরঃ এক দিকে মহামারী করোনার জন্য প্রতিকূলতা আর অন্যদিকে গ্রীষ্মকালের জন্য এমনিতেই স্বেচ্ছা রক্তদানের শিবির অনেকটাই কম আয়োজন হয়। এর মধ্যেই বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে দুর্গাপুরে একের পর রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। আর এই সব শিবির আয়োজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে চলেছে দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম। এদিন ইস্পাতনগরীর বিজোনের ১নং বিদ্যাসাগর এভিনিউতে বাংলার প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু’র স্মৃতিতে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। শিবিরে ৪জন মহিলা সহ মোট ৩০ জন রক্তদান করেছেন। শিবিরের উদ্বোধন করেন বিধায়ক সন্তোষ দেবরায় এবং দুর্গাপুরের প্রাক্তন মেয়র রথীন রায় । এই শিবিরে সন্দীপ কুমার সরকার তার ৫০ তম রক্তদান করেছেন। ৯ জন তরুণ -তরুণী এই প্রথমবার রক্তদান করেছেন। প্রতিটি রক্তদাতাকে গাছের চারা উপহার দেওয়া হয়েছে। আসানসোল জেলা হাসপাতাল ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করেছেন। এছাড়াও এদিন দেশের বীর শহীদ যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পূর্ব বর্ধমানের গুসকরা বিশান অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে গুসকরা মিলন বিতান লজে এক স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শুরুতে বীর শহীদ যোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে শোক জ্ঞাপন করা হয়। ৯ জন মহিলা সহ মোট ৬০ জন রক্তদান করেছেন এখানে। FBDOI-WB এর সহঃ সম্পাদক রাজেশ পালিত আয়োজক সংগঠনের সম্পাদক সৌরভ গুপ্তের হাতে শংসাপত্র ও শুভেচ্ছা স্মারক তুলে দেন। সিউড়ি জেলা হাসপাতাল ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করে। দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের স্বেচ্ছাসেবীরা ২টি শিবির পরিচালনায় সাহায্য করেন। FBDOI-WB এর রাজ্য সম্পাদক কবি ঘোষ আয়োজক সংগঠনের প্রতিনিধিদের হাতে শংসাপত্র ও শুভেচ্ছা স্মারক তুলে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here