পেশায় সংকট,তাই ফটোগ্রাফারদের পাশে স্বপ্ন উড়ান

0
783

ডেটলাইন দুর্গাপুরঃ বিশ্বজুড়ে মহামারী করোনার ছোবলে ইতিমধ্যেই সাড়ে তিন লক্ষের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আমাদের দেশসহ সারা বিশ্বেই এই মৃত্যুর সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। বিভিন্ন দেশের সঙ্গে আমাদের দেশেও করোনা মোকাবিলায় চলছে লক ডাউন। আর সেই লকডাউনের জেরে লক্ষ লক্ষ মানুশের কাজ চলে গেছে। সেই অবস্থার ছবি ফুটে উঠেছে দুর্গাপুরেও। লক ডাউনের জন্য শহরের অনেক ছোটখাটো অফিস, কলকারাখানা যেমন বন্ধ হয়েছে তেমনই বেশ কিছু এমন পেশা আছে, যার সঙ্গে যুক্ত বহু মানুষজন বিগত দুমাসের বেশি সময় ধরে তাদের কাজ হারিয়ে রোজগারহীন হয়ে পরেছেন। এরকমই এক কঠিন পরিস্থিতির শিকার হয়েছেন দুর্গাপুরের বেশ কিছু ফটোগ্রাফার। কারন,বর্তমান পরিস্থিতিতে নেই কোন সামাজিক অনুষ্ঠান। সারা বছরই বিবাহ, বিবাহবার্ষিকী থেকে শুরু করে বার্থ ডে পার্টি, অন্যপ্রাশন সহ আরও একাধিক সামাজিক অনুষ্ঠানের ছবি তুলে নিজের রোজগারকে ধরে রাখেন ফটোগ্রাফি ব্যবসার সঙ্গে যুক্ত বহু মানুষ। কিন্তু লক ডাউনের বাজার কেড়ে নিয়েছে তাদের সেই কাজ। ফলে বর্তমান পরিস্থিতিতে তারা রীতিমতো আর্থিক সংকটের মধ্যে পরেছেন। এই রকমই বেশ কিছু ফটোগ্রাফারদের দুরাবস্থার খবর আসে শহরের অন্যতম সমাজসেবী সংস্থা স্বপ্ন উড়ানের সদস্যদের কাছে। তারা উদ্যোগ নেন এই পেশার সঙ্গে যুক্তদের পাশে এসে দাঁড়ানোর। সেই মতোই আজ তাদের হাতে কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল। স্বপ্ন উড়ানের সদস্যরা জানান,ইতিমধ্যেই তারা তাদের সাধ্যমতো বেশ কিছু এলাকায় দুঃস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে। আগামী দিনেও তারা এই ধরনের কাজে এগিয়ে আসবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here