ডেট লাইন কলকাতা: বুধবারের আম ফান ঝড়ে কলকাতা সহ একাধিক জেলার বিভিন্ন এলাকা লন্ডভন্ড হয়ে গেছে। শতাধিক কাঁচা বাড়ি ভেঙে হাজার হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। বিদ্যুৎ পোল ভেঙে বহু এলাকা বিদ্যুৎহীন আছে। জলমগ্ন হয়ে গেছে অনেক এলাকা। আম ফানের বলি হয়েছে ৭২ জন বলে নবান্নে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে এই প্রতিকূল অবস্থা নিজের চোখে দেখার জন্যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে আহ্বান জানিয়েছেন। সেই আবেদনে সাড়া দিয়ে শুক্রবার আম ফান বিধ্বস্থ বঙ্গ দর্শনে আসছেন প্রধানমন্ত্রী। জানা গেছে আকাশ পথে তিনি ক্ষতি গ্রস্থ এলাকা গুলি দেখবেন। সেই মতো দুর্গত এলাকার মানুষদের জন্য আর্থিক সহায়তা করার কথা ঘোষণা করবেন। তার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও থাকতে পারেন বলে জানা গেছে। পরে মোদী – মমতা বৈঠকও হতে পারে বলে জানা গেছে।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...