প্রয়াত হলেন নেতাজীর পরিবারের সদস্য প্রাক্তণ তৃণমূল সাংসদ কৃষ্ণা বসু

0
763

ডেটলাইন কলকাতাঃ প্রয়াত হলেন নেতাজী সুভাষচন্দ্র বসু পরিবারের সদস্যা যাদবপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ কৃষ্ণা বসু। এদিন সকাল ১০ টা ২০ মিনিট নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। জানা গেছে, হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। কৃষ্ণা দেবীর মরদেহ দুপুর ১ টা নাগাদ তাঁর বাসভবনে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর দেহ নিয়ে যাওয়া হয় এলগিন রোডে নেতাজীর বাসভবনে। ‌উল্লেখ্য, নেতাজী সুভাষচন্দ্র বসুর ভাইপো চিকিৎসক শিশির বসুর স্ত্রী ছিলেন কৃষ্ণা বসু। তাঁদের দুই পুত্র, সুমন্ত্র ও সুগত বসু এবং এক কন্যা শর্মিলা। সুগত বসুও যাদবপুরের প্রাক্তন সাংসদ।  ১৯৩০ সালের ২৬ ডিসেম্বর ঢাকায় জন্ম গ্রহন করেন কৃষ্ণা বসু। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর কলকাতার সিটি কলেজেই শুরু করেন শিক্ষকতা। ৪০ বছর অধ্যাপনার পাশাপাশি,  লখনউয়ের ভাতখণ্ড সঙ্গীত ইনস্টিটিউট থেকে পান সঙ্গীত–বিশারদ ডিগ্রি। এরপর ১৯৯৬ সালে প্রথমবার তৃণমূলের টিকিটে লড়ে টানা তিনবার যাদবপুর থেকে সাংসদ হন কৃষ্ণা বসু। তাঁর প্রয়াণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজনৈতিক ও সাহিত্য-সাংস্কৃতিক জগতের বহু বিশিষ্ট মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here