ডেটলাইন কলকাতাঃ বাংলা টেলিভিশনের দৌলতে এই অভিনেত্রীকে এখন দর্শকরা চেনেন। সৌজন্যে জনপ্রিয় ধারাবাহিক ‘রানি রাসমণি’। দিতিপ্রিয়ার অভিনয়ও দর্শক পছন্দ করেন। এ বার কেরিয়ারে এক নতুন সাফল্য পেতে চলেছেন এই নবাগতা অভিনেত্রী। কী জানেন?ছোট পর্দার রাণী রাসমণি দিতিপ্রিয়া বলিউডের ছবিতে অভিনয় করছেন। তাও আবার যে সে নন, এই মূহূর্তে বলিউডের জনপ্রিয় হিরোদের অন্যতম অভিষেক বচ্চনের সঙ্গে। হ্যাঁ, এবার বড়পর্দায় দেখা যাবে ছোটপর্দার ‘রাসমণি’কে। বিশিষ্ট পরিচালক সুজয় ঘোষের কন্যা অন্নপূর্ণা ঘোষের ছবি ‘বব বিশ্বাস’-এ দেখা যাবে দিতিপ্রিয়াকে। জানা গেছে,বব বিশ্বাসের মেয়ের বান্ধবীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দিতিপ্রিয়াকে। ছবির প্রয়োজনে এবার রাণী রাসমণির চিরপরিচিত সাদা শাড়ির বদল হতে চলেছে। পরিবর্তেমিনি স্কার্ট, টপ পরতে হতে পারে দিতিপ্রিয়াকে। অতএব এবার এক নতুন লুকে দর্শকদের সামনে আসতে চলেছে রানি রাসমণির এই জনপ্রিয় নায়িকা। অবশ্য এর আগে পরিচালক শুভ্রজিৎ মিত্র’র ‘অভিযাত্রিক’ নামে বাংলা একটি ছবিতেও তাকে অভিনয় করতে দেখা যাবে বলে অনেক আগেই জানা গেছে।