মাধ্যমিক শুরু,পরীক্ষার্থীদের পাশে আসানসোল দুর্গাপুর পুলিশ

0
1129

ডেটলাইন দুর্গাপুরঃ আজ থেকে শুরু হয়েছে ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষা। পশ্চিম বর্ধমান জেলায় এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩১ হাজার ৯৭৭ জন। এর মধ্যে ছাত্র ১৪ হাজার ২৭৭ ও ছাত্রীর সংখ্যা ১৭ হাজার ৭০০ জন। বাংলা মাধ্যমে পরীক্ষা দিচ্ছে ১৯ হাজার ৫৪৯ জন। এছাড়া  হিন্দিতে ১০ হাজার ২৪৩ এবং উর্দু ভাষায় পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ১৮৫। আসানসোল ও দুর্গাপুর মিলিয়ে মোট ১০০টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। মাধ্যমিক পরীক্ষার্থীদের দিকে  সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। পরীক্ষার্থীদের  যেকোন প্রয়োজনে দুর্গাপুর মহকুমায় ২৪ ঘন্টার  টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে পরীক্ষার্থীদের‌ যাতে কোন ব্যাঘাত না ঘটে এবং পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে বা পরীক্ষা শেষে বাড়ি ফিরতেকোন সমস্যা না হয় তার জন্য দুর্গাপুর পুলিশ  বিশেষ উদ্যোগ নিয়েছে। দুর্গাপুরের ডিসিপি অভিষেক গুপ্তা জানিয়েছেন, ‘মাধ্যমিক  পরীক্ষার্থীদের যাতে কোন রকম অসুবিধার  সম্মুখীন হতে না হয় তার জন্যই একটি ২৪ ঘন্টার টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। ’দুর্গাপুর পুলিশের এই হেল্পলাইন নম্বর হল ৮১১৬৬০৪৪০০। কোন রকম অসুবিধার মধ্যে পরলে পরীক্ষার্থীরা এই নম্বরে ফোন করতে পারে। পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন জানিয়েছেন, রাস্তায় যানজটের কারনে কেন্দ্রে পৌঁছতে যাতে পরীক্ষার্থীদের কোন অসুবিধা না হয় তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ছাত্রছাত্রীরা পরীক্ষা শেষে যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে তার জন্যও রাস্তায় যান চলাচলে বিশেষ নজরদারি করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here