বাজেট ভাষণঃ রাজ্যপালের গর্জন বর্ষালো না

0
724

ডেটলাইন কলকাতাঃ রাজ্যপালের ভাষণের মধ্যে দিয়ে শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন। আজ দুপুরে প্রথা মেনে সরকারের বিবিধ সাফল্যের তথ্যসহ নবান্নের লিখে দেওয়া ভাষণই পড়লেন রাজ্যপাল জগদীপ ধনকার। তারপর প্রথা ভেঙে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের চেম্বারে ঢুকে গেলেন এবং সেখানে চা-চক্রে বসে বৈঠকও করলেন। ওই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ রাজ্যের একাধিক আমলাও ছিলেন। প্রসঙ্গত,বাজেট অধিবেশনের ভাষণের বয়ান নিয়ে আপত্তি তুলেছিলেন রাজ্যপাল।সরকারের বয়ান পুরোপুরি পড়া নিয়ে আপত্তি তুলে বলেছিলেন নিজের ব্যক্তিগত মতামতও তিনি দেবেন। কিন্তু যতটা তিনি গর্জন করেছিলেন তার কিছুই ভাষনে বর্ষিত হল না। আজ নিয়ম মেনে  সরকারেরই পুরো ভাষণ পড়লেন রাজ্যপাল জগদীপ ধনকার। কোথাও কোন সংযোজন বা বিয়োজন করেননি তিনি। প্রোটোকল অনুযায়ী ভাষণ দেওয়ার পরই বিধানসভা থেকে বেরিয়ে যান রাজ্যপাল। কিন্তু আজ ভাষণ দেওয়ার পরই সোজা অধ্যক্ষের ঘরে চলে যান রাজ্যপাল। যা একেবারেই নজিরবিহীন ঘটনা বলে দাবি করেছে রাজনৈতিক মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here