এবারের প্রজাতন্ত্র দিবসে অনেক কিছুরই পরিবর্তন দেখা গেল

0
909

ডেটলাইন ওয়েব ডেস্কঃ প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য হল১৯৫০ সালের ২৬ জানুয়ারি এই দিনেই ভারতের সংবিধান কার্যকর হয়েছিল। ভারতবর্ষকে একটি সার্বভৌম, ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক জাতি হিসাবে গড়ে তোলা হয়েছিল। বিশ্বের দীর্ঘতম হল ভারতীয় সংবিধান। তাই এটি প্রণয়ন করতে প্রায় তিন বছর সময় লেগেছিল। আর সেই কারনেই প্রতি বছর এই দিনটি ভারতবাসীর কাছে এক বিশেষ মর্যাদার ও অধিকারের দিন। প্রতি বছরের মতো এবছরও সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হল এবারের ৭১ তম সাধারনতন্ত্র দিবস। এবার বেশ কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা দেখা গেলে দিল্লির অনুষ্ঠানে। যেমন অমর জওয়ান জ্যোতির পরিবর্তে এবারই প্রথম ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শহীদ জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাধীনতার পর যে সব জওয়ানরা রণাঙ্গনে শহীদ হয়েছেন তাঁদের স্মৃতিতে তৈরি হওয়া এই স্মৃতিস্তম্ভ গতবছরই উদ্বোধন করেন মোদি।এবার মোট ২২টি ট্যাবলো প্রদর্শনীতে অংশ নেয়। তার মধ্যে ছিল ১৬টি রাজ্য এবং বাকি কেন্দ্রশাসিত অঞ্চল। এবারই প্রথমবার সিআরপিএফ–এর ৬৫ মহিলা বাইকবাহিনী র‌্যাফের ইন্সপেক্টর সীমা নাগের নেতৃত্বে ১৮টি রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ বাইকের উপর ৯টি ভঙ্গিমা প্রদর্শন করলেন।  যা দর্শকদের প্রচুর প্রশংসা কুড়িয়েছে। এছাড়া এবারই প্রথম এস্যাট ট্যাবলো প্রদর্শণী করল ডিআরডিও। ভারী ওজন বহনকারী হেলিকপ্টার চিনুক এবং হামলাকারী কপ্টার অ্যাপাশে প্রথমবার প্রদর্শিত হল দিল্লির রাজপথে। এসবের সঙ্গেই এবার দুর্গাপুরেও সাধারনতন্ত্র অনুষ্ঠান স্থল গান্ধী মোড় ময়দানের পরিবর্তে সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে আয়োজিত হল। মহকুমা শাসক অনির্বাণ কোলে জাতীয় পতাকা উত্তোলন করেন। মেয়র দিলীপ অগস্তি, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (পূর্ব) আরিশ বিলাল সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here