পুলিশ ও অটো চালকদের যৌথ উদ্যোগে রক্তদান শিবির

0
977

ডেটলাইন দুর্গাপুরঃ রক্ত দান- জীবন দান। এই বার্তাকে সামনে রেখে আজ স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হল দুর্গাপুর রেলওয়ে বাস স্ট্যান্ড এলাকায়। উদ্যোগে ছিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের মুচিপাড়া ট্রাফিক গার্ড এবং দুর্গাপুর সিএনজি অটো রিকশা অপারেটর। এখানে মুচিপাড়া ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা, সিভিক ভলান্টিয়ার সহ এলাকার বিভিন্ন অটো রিকশা অপারেটরা উপস্থিত থেকে যেমন রক্তদান করেন তেমনই এই কর্মসূচীকে সফল করতে সহযোগিতা করেন। সকাল থেকেই এই শিবির ঘিরে রক্তদাতাদের মধ্যে প্রবল উৎসাহ লক্ষ্য করা যায়। এই শিবিরে প্রায় ১০০ জন স্বেচ্ছায় রক্ত দান করেছেন বলে জানা গেছে। এখানে উপস্থিত ছিলেন দুর্গাপুর ৪নং বরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জি, স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ রাখী তেওয়ারী, ৪১নং ওয়ার্ড  কাউন্সিলার সিফুল সাহা, ট্রাফিক ইন্সপেক্টর তারকনাথ মল্লিক, মুচিপাড়া ট্রাফিক ওসি ইলাল হোসেন,এসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সঞ্জয় প্রকাশ ওঝা ও তাপস ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here