নির্ভয়াকান্ডে দোষীদের ফাঁসির আদেশ

0
736

ডেটলাইন ওয়েব ডেস্কঃ মঙ্গলবার সকাল থেকে এই মামলার দিকে নজর ছিল গোটা দেশের। নির্ভয়ার বাবা ও মার মতো অপেক্ষার প্রহর গুনছিলেন অসংখ্য সাধারণ মানুষও। মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটা নাগাদ মুকেশ, বিনয়, অক্ষয় ও পবন এই চার ধর্ষককে ফাঁসিতে ঝোলানোর বিষয়ে সবুজ সংকেত দেন পাতিয়ালা হাউস কোর্টের বিচারক। সই করেন ধর্ষকদের মৃত্যু পরোয়ানায়। আদালতের বাইরে সেই খবর ছড়িয়ে পড়তেই খুশির আমেজ ছড়িয়ে পড়ে অপেক্ষারত মানুষের মধ্যে। উল্লেখ্য, ২০১২ সালে দিল্লিতে নির্ভয়া গণধর্ষণ ও খুনের ঘটনায় দেসজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে। দেশের বিভিন্ন প্রান্তে সেই নারকীয় ঘটনার প্রতিবাদের সঙ্গে দোষীদের ফাঁসির দাবি জোরালো হতে থাকে। অবশেষে দীর্ঘ সাত বছর পর সেই মামলায় দোষী চারজনের মৃত্যু পরোয়ানা জারি করল পাতিয়ালা হাউস কোর্ট। ২২ জানুয়ারি বুধবার সকাল ৭টায় তাদের ফাঁসি দেওয়া হবে বলে আদালত জানিয়েছে। তবে দোষীরা আগামী ১৪ দিনের মধ্যে মৃত্যু পরোয়ানা খারিজের আবেদন (কিউরেটিভ পিটিশন) করতে পারবে। এই খবর পাওয়ার পর নির্ভয়ার পরিবারও খুশি হয়েছে। পরিবারের পক্ষে বলা হয়েছে এটাই তারা চেয়েছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here