ডেটলাইন দুর্গাপুরঃ দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ এবং আরও অনেকের উপর হামলার অভিযোগ উঠেছে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির বিরুদ্ধে। গতকাল রাতের সেই ঘটনার পর দেশের বিভিন্ন প্রান্তেই প্রতিবাদ শুরু হয়েছে। এদিন দুর্গাপুরেও সেই ঘটনার প্রতিবাদে দুর্গাপুর স্টেশনে বিক্ষোভ দেখায় এস এফ আই ছাত্রছাত্রীরা৷ এসএফআই নেত্রী ঐশী ঘোষ দুর্গাপুরের মেয়ে। তাই তাঁর উপর আক্রমনের ঘটনায় স্বাভাবিকভাবেই এসএফআই সদস্যদের মধ্যে বাড়তি আবেগ দেখা যায়। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ সহ অন্যান্য ছাত্রীকে এবং বিশ্ববিদ্যালয়ের গবেষক, অধ্যাপক-অধ্যাপিকাকে লক্ষ্য করে আক্রমণ চালানো হয় বলে অভিযোগ। এদিন এই ঘটনার প্রতিবাদে আজ দুর্গাপুরের সিপিএম সমর্থকরা অ্যালয় স্টিল প্ল্যান্টের প্রবেশ পথের সামনে দীর্ঘক্ষন অবস্থান বিক্ষোভ দেখায়।সিপিএমের জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকারসহ একাধিক নেতা এখানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগের দিনই জেএনইউয়ের ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, যা হয়েছে খুব বিপজ্জনক। গণতন্ত্রের উপর পরিকল্পিত আক্রমণ এটি। এই ঘটনাকে তিনি ফ্যাসিস্ট সার্জিকাল স্ট্রাইক বলেও সমালোচনা করেছেন।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...