কল্পতরু মেলায় কেক কেটে মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন

0
1095

ডেটলাইন দুর্গাপুরঃ আজ বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। এদিন সকাল থেকেই রাজনৈতিক মহল থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সোসাল মিডিয়াতেও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বহু মানুষ। বিগত কয়েক বছরের মতো এবছরও দুর্গাপুরের ঐতিহ্যের কল্পতরু মেলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করা হল। এদিন শহরের মেয়র দিলীপ অগস্তি, স্বাস্থ্য দপ্তরের মেয়র পরিষদ সদস্যা রাখি তিওয়ারি, ৪ নং বরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জী সহ বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে মেলায় কেক কেটে মুখ্যমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয়। এছাড়াও এদিন কল্পতরু মেলা কমিটির উদ্যোগে আয়োজন করা হয়েছিল স্বেচ্ছা রক্তদান শিবিরের। দিদির জন্মদিনের জন্য বিগত কয়েক বছরের মতো এবারও মেলায় শিশু ও মহিলাদের জন্য বিভিন্ন বিনোদনে কোন টিকিট নেওয়া হয়নি। সবাই বিনামূল্যেই নাগোরদোলা সহ অন্যান্য আনন্দ উপভোগ করে।অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভ জন্মদিন উপলক্ষে ৪৩ নম্বর ওয়ার্ডের রায়ডাঙ্গা শিশু উদ্যান ময়দানে দুর্গাপুর নগর নিগমের পরিচালনায়  একটি স্বাস্থ্যপরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। শিবিরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের মেয়র পরিষদ সদস্যা রাখি তিওয়ারি, ৪নং নম্বর বরো চেয়ারম্যান তথা স্থানীয় পৌরপিতা চন্দ্রশেখর ব্যানার্জি। এদিনের অনুষ্ঠানের থিম রাখা হয়েছিল ‘মানুষই সম্পদ,  মানুষই শক্তির উৎস’ – এই ভাবধারায়। এদিনের  শিবিরে বার্তা দেওয়া হয় বছরে এক দুবার নিজের স্বাস্থ্য পরীক্ষা করান। পুরসভার স্বাস্থ্য বিভাগের কর্মীরাও এই শিবিরে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here