পুরসভার তত্বাবধানে শুরু হল দুর্গাপুরের ঐতিহ্যের কল্পতরু মেলা

0
799

ডেটলাইন দুর্গাপুরঃ অনেকটা নতুন আঙ্গিকে এবং দুর্গাপুর পুরসভার পরিচালনায় শুরু হল দুর্গাপুরের ঐতিহ্যের কল্পতরু মেলা তথা ১০ দিনের সাংস্কৃতিক উৎসব। বিগত সময়ের মেলা কমিটি ভেঙে এবার মেয়র দিলীপ অগস্তির তত্বাবধানে মেলার সূচনা হল। এবারের মেলায় ৪০০ এর বেশী স্টল থাকছে। নিরাপত্তার জন্য মেলা জুড়ে রাখা হয়েছে ৭০টির বেশি সিসি ক্যামেরা। থাকছে শতাধিক স্বেচ্ছা সেবক। মেয়র জানিয়েছেন খুব শিঘ্রই মেলা ময়দান পাঁচিল দিয়ে ঘেরা হবে। এখানে একটি স্থায়ী মঞ্চও করা হবে। প্রসঙ্গত, শুধু দুর্গাপুর বা পার্শ্ববর্তী এলাকা নয়, দুর্গাপুরের বাইরের বিভিন্ন জায়গা থেকেও প্রচুর দর্শক এই মেলা দেখতে আসেন। এছাড়াও এখানকার সাংস্কৃতিক মঞ্চেও অংশ নেন বহু বিশিষ্ট শিল্পী ও কলা কুশলী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here