বেলাইন ব্ল্যাক ডায়মন্ড,অল্পের জন্য রক্ষা

0
724

ডেটলাইন আসানসোলঃ অল্পের জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা পেল আপ হাওড়া-ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ৷ এদিন সকাল ১০টা ১৫ নাগাদ আসানসোল স্টেশন থেকে ট্রেনটি ছাড়তেই প্রায় সঙ্গে সঙ্গেই ইলেকট্রিক লোকো শেডের কাছে ইঞ্জিনের পরের কামরাটি লাইনচ্যুত হয়ে পড়ে। বিকট শব্দে থেমে যায় ট্রেন। যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তবে গাড়ির গতি কম থাকায় বড় ধরনের কোনো বিপদ ঘটেনি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আসানসোল রেল ডিভিশনের এডিআরএম রাজীব কুমার বার্নোয়াল এবং রেলের অন্য আধিকারিকরা। প্রায় সঙ্গে সঙ্গেই লাইনচ্যূত কামরাটিকে মেরামত করার কাজ শুরু হয়। প্রায় এক ঘণ্টা পর লাইনচ্যুত লাগেজ কামরা-সহ দুটি বগি রেখে ট্রেনটি ধানবাদের উদ্দেশে রওনা দেয়। এদিন সকাল থেকেই আসানসোল ও দুর্গাপুরসহ গোটা দক্ষিণবঙ্গই ঘন কুয়াশায় ঢাকা ছিল। সেকারনে বহু ট্রেনও দেরিতে ছেড়েছে এবং অনেক ট্রেনের গতিও কম ছিল। তবেহাওড়া-ধানবাদ ট্রেনটি কুয়াশার কারনে দুর্ঘটনায় পরেছে নাকি অন্য কোন কারন আছে, তা দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন এডিআরএম রাজীব কুমার বার্নোয়াল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here