ডেটলাইন দুর্গাপুরঃ প্রতিবারের মতো এবারও শীত পড়তেই দুর্গাপুরের সাংবাদিকদের সঙ্গে পুলিশ প্রশাসনের প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। এবারও সেই ম্যাচ আজ হয়ে গেল সিটি সেন্টারের নবদিগন্ত স্পোর্টস কমপ্লেক্স ময়দানে। এই ম্যাচ উপলক্ষ্যে গোটা মাঠ পুরোপুরিভাবেই ক্রিকেটের পরিবেশেই সেজে উঠেছিল। একদিকে দুর্গাপুরের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আর অন্যদিকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। তবে খেলা শুরু হতেই দেখা গেল খেলোয়াড়দের মধ্যে লড়াইয়ের মানসিকতা ফুটে উঠল। টসে জিতে সাংবাদিকরা প্রথমে ব্যাট করতে নেমে চার উইকেটে হারিয়ে ১৮৮ রান তোলে। সাংবাদিকদের পক্ষে সর্বোচ্চ ৯১ রান করেন সৌমেন ব্যানার্জী।
এই রান তোলার পর মনে হয়েছিল এবার হয়তো সাংবাদিকরা বিগত কয়েক বারের পরাজয়ের শোধ তুলতে পারবে। কিন্ত, সেটা আর এবারও সম্ভব হল না। এডিসিপি একাদশের পক্ষে পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিংয়ের অপরাজিত ৬৮ এবং রাহুলদেব মন্ডলের ৬৫ রানের ফলে পুলিশ একাদশ সহজেই ১৮৯ রানের টার্গেটে পৌঁছে এবারও বিজয়ীর ট্রফি জিতে নিল। ম্যাচের সেরা হলেন পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিং।