ডিসেম্বরে ৯ দিন ব্যাঙ্ক বন্ধ,সতর্ক থাকুন গ্রাহকরা

0
1039

ডেটলাইন ওয়েব ডেস্কঃ ব্যাঙ্ক বন্ধ মানেই ব্যবসায়ী থেকে সাধারন মানুষ সবাইকেই কমবেশী সমস্যায় পড়তে হয়। তারপর যদি আবার ব্যাঙ্ক পরিষেবা টানা বন্ধ থাকে তাহলে সমস্যা আরও বেশি। এই ডিসেম্বর মাসে সেরকমই ব্যাঙ্কিং সমস্যার সম্মুক্ষীন হতে চলেছে গ্রাহকরা। এমনিতে সারা দেশে ব্যাঙ্কের ছুটির সংখ্যা এক নয়। বিভিন্ন উৎসবে অঞ্চল ভিত্তিতে বন্ধ থাকে ব্যাঙ্কের পরিষেবা। কিন্তু চলতি ডিসেম্বরে দেশজুড়ে ৯ ‌দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। স্বাভাবিক ভাবেই উদ্বেগের মধ্যে পড়তে হচ্ছে গ্রাহকদের। কিন্তু কেন? এই মাসে মোট পাঁচটি রবিবার পড়ছে। অর্থাৎ বন্ধ থাকবে ব্যাঙ্ক। নিয়ম অনুযায়ী, মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবারে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ২৫ ডিসেম্বর বড়দিন এবং তার পরের দিন ২৬ ডিসেম্বর বক্সিং দিবসে সরকারি ছুটি উপলক্ষ্যে ব্যাঙ্কে কাজকর্ম বন্ধ থাকবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটেই সরকারি ছুটির দিনগুলি দেওয়া আছে। ফলে ২৫ ডিসেম্বর বড়দিন এবং এই সময় অনেকেরই নানা কারনে খরচ থাকে। কিন্তু ব্যাঙ্ক বন্ধ থাকলে তো সমস্যায় পড়তেই হবে। তাই একটু আগে থেকেই যেন গ্রাহকরা ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ কাজগুলি সেরে ফেলতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here