ডেটলাইন আসানসোল: বাম শ্রমিক সংগঠনগুলির যৌথ মঞ্চ জয়েন্ট অ্যাকশন কমিটির ডাকে কেন্দ্রীয় সরকারের শিল্পনীতির বিরুদ্ধে ১২ দিনের লঙ মার্চের সূচনা হল পশ্চিম বর্ধমান জেলার রেল শহর চিত্তরঞ্জন থেকে। প্রায় ২৮৩ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে সদস্যরা ১১ ডিসেম্বর কলকাতায় পৌঁছাবে। সেখানে জনসভার আয়োজন করা হয়েছে। এদিন চিত্তরঞ্জনে লং মার্চের সূচনার সময় উপস্থিত ছিলেন ট্রেড ইউনিয়নের শীর্ষনেতারা ৷ ধামসার তালে, আদিবাসী নৃত্যে ও শঙ্খধ্বনির মাধ্যমে লং মার্চ শুরু হয় ৷ মূলত সাত দফা দাবিকে সামনে রেখে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন গুলি এই লঙ মার্চের ডাক দিয়েছে। দুর্গাপুর অ্যালয় স্টিল, চিত্তরঞ্জন লোকোমেটিভ সহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত শিল্পের বেসরকারিকরণের প্রতিবাদে এই লং মার্চের ডাক দিয়েছে সমস্ত ট্রেড ইউনিয়নের সম্মিলিত জয়েন্ট অ্যাকশন কমিটি ৷ প্রাক্তন মন্ত্রী তথা সিটু নেতা বংশগোপাল চৌধুরী বলেছেন,বর্তমান কেন্দ্রীয় সরকার রাষ্ট্রায়ত্ত শিল্পকে বন্ধ করার পাশাপাশি চিত্তরঞ্জন-সহ দেশের সাতটি বড় রেল কারখানাকে কর্পোরেট করে বেসরকারি সংস্থার হাতে তুলে দিতে চলেছে। এটা হলে বহু মানুষের চাকরীর নিশ্চয়তা থাকবে না। আমরা এটা হতে দেব না।
Latest article
কোক ওভেন থানায় সাড়ম্বরে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস
ডেটলাইন দুর্গাপুর,১৫ আগষ্ট: দেশ জুড়ে শুক্রবার নানা কর্মসূচির মাধ্যমে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস। পশ্চিমবঙ্গের সব জেলার সঙ্গে গোটা পশ্চিম বর্ধমান...
রাখী পরিয়ে পথ চলতি মানুষদের সম্প্রীতির বার্তা দিল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ প্রতি বছর বাংলা শ্রাবণ মাস মানেই একদিকে কবিগুরুর ২২ শ্রাবণ প্রয়াণ দিবস। আর সেই সঙ্গেই শ্রাবণ পূর্ণিমা মাসের পূর্ণিমায়...
দুর্গাপুরের রাস্তায় চলবে সরকারী এসি বাস
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ পুজোর আগেই দুর্গাপুরের জন্য খুশির খবর। এদিনই সিটি সেন্টারের এডিডিএ ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠান থেকে দুর্গাপুর টাউন সার্ভিসের...